ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খামখেয়ালি সভায় কাদেরী কিবরিয়ার গান

প্রকাশিত: ০৫:০৩, ১৯ মার্চ ২০১৭

খামখেয়ালি সভায় কাদেরী কিবরিয়ার গান

স্টাফ রিপোর্টার ॥ খামখেয়ালি সভার ৩৮তম আড্ডা হয়ে গেল শুক্রবার রাজধানীর ২২২ নিউ এলিফ্যান্ট রোডে নতুন ঠিকানায়। এদিন ‘রবীন্দ্র নাট্যকাব্য মহাভারত আখ্যানের পুনর্নির্মিতি’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন সভার সদস্য ইয়াতসিংহ শুভ। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক নিরঞ্জন অধিকারী। আলোচক বলেন, মহাভারতের আখ্যান অবলম্বনে রবীন্দ্রনাথের পাঁচটি নাট্যকাব্য- চিত্রাঙ্গদা, বিদায় অভিশাপ, গান্ধারীর আবেদন, নরকবাস ও কর্ণ-কুন্তী সংবাদ তার অনন্য সৃষ্টি। নাট্যকাব্যগুলোতে রবীন্দ্রনাথ সৃষ্ট চরিত্রগুলো মহাভারতের চরিত্রগুলোকে ছাড়িয়ে অনেক বেশি মানবিক হয়ে উঠেছে। রাষ্ট্রধর্ম, শাস্ত্রধর্মকে অতিক্রম করে শাশ্বত মানবধর্মকে উর্ধে তুলে ধরেছেন রবীন্দ্রনাথ। খামখেয়ালি সভার সভাপতি মাহমুদ হাশিমের সঞ্চালনায় আড্ডায় সভাপতিত্ব করেন উপদেষ্টা পরিষদের সদস্য কবি ও গল্পকার খালেক মল্লিক। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী কাদেরী কিবরিয়া। গানের ফাঁকে ফাঁকে তিনি নিজের সঙ্গীত জীবনের স্মৃতিচারণ করেন। আড্ডার এ পর্ব সঞ্চালনা করেন শিল্পী ড. মকবুল হোসেন।
×