ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বিএনপি যত কথাই বলুক নির্বাচনে আসবেই ॥ তোফায়েল

প্রকাশিত: ০৫:৫১, ১৭ মার্চ ২০১৭

বিএনপি যত কথাই বলুক নির্বাচনে আসবেই ॥ তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৬ মার্চ ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি যত কথাই বলুক, তারা নির্বাচনে আসবেই। নির্বাচনের বেশি দিন বাকি নাই। ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে যে কোন দিন নির্বাচন হবে। ওই নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের অধীনে। নির্বাচন পরিচালনা করবে এই নির্বাচন কমিশন। ২০১৪ সালের নির্বাচনে বিএনপি না এসে ভুল করেছে। আজকে তাদের উপলব্ধি হয়েছে। যত কথাই বলুক আগামী নির্বাচনে ওদের না আসার বিকল্প কিছু নেই। এ সময় তিনি দলীয় নেতাকর্মী সমর্থকদের উদ্দেশে বলেন, আপনারা গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগকে সংগঠিত করুন। তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার বিকেলে ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশে এই প্রথম সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক উদ্বোধন শেষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি। এই ডিজিটাল পার্কে ফ্রি ওয়াই-ফাই সংযোগসহ প্রায় ৪০ ফুট রঙিন এলইডি টিভি, দৃষ্টিনন্দন শান্তির প্রতীক নৌকাসহ ফোয়ারা সকল বয়সের মানুষের বিনোদনের বিভিন্ন উন্নত ও আধুনিক সরঞ্জামাদি রয়েছে। ভোলার লালমোহন উপজেলার সরকারী শাহাবাজপুর কলেজ মাঠে দৃষ্টিনন্দন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার গোটা উপজেলাবাসীর মধ্যে ছিল উৎসবের আমেজ। সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে শতাধিক তোরণ ব্যানার, ফেস্টুনে সাজানো হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুধু ৯টি ইউনিয়ন থেকেই নয় পার্শ্ববর্তী উপজেলাগুলো থেকেও ঢোলবাধ্য বাজিয়ে মিছিলসহকারে দলে দলে লোকজন ডিজিটাল পার্কে জড়ো হতে থাকে। উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসমাবেশে উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় সংসদের চীফ হুইপ এ এস এম ফিরোজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, মহিলা এমপি এ্যাডভোকেট সানজিদা খানম, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল, সংরক্ষিত আসনের সংসদ মমতাজ বেগম, শরীয়তপুর-৩ আসনের এমপি নাইম রাজ্জাক, নাটোর-২ আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল, মানিকগঞ্জ-২ আসনের এমপি নাইমুর রহমান দুর্জয়, টাঙ্গাইল-৪ আসনের অনুপম শাজাহান জয়সহ ১৭ জন সংসদ সদস্য, ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, ভোলা পৌর মেয়র মনিরুজ্জামান মনির, কেন্দ্রীয় ছাত্রলীগ সম্পাদক জাকির হোসেন। মন্ত্রী আরও বলেন, ২০০৮ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ঘোষণা করেছিলেনÑবাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ। বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। আজকে দেশের প্রতিটি স্কুল-কলেজে কম্পিউটার রয়েছে। ছাত্রছাত্রীরা সবাই লার্নিং এ্যান্ড আর্নিং-এ মনোনিবেশ করেছে। লালমোহনে বসেই আমাদের তরুণ সমাজ আউটসোর্সিংয়ের মাধ্যমে অনেক বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হবে। এটাই ছিল বঙ্গবন্ধুর কন্যা দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন। যা এখন বাস্তবে রূপ নিয়েছে। অপরদিকে সকালে এর আগে ‘আমরা হবো জয়ী, আমরা দুর্বার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি হবে হাতিয়ার’Ñ এই স্লোগান নিয়ে ভোলার লালমোহন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘লার্নিং এ্যান্ড আর্নিং মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। উদ্বোধনী সভায় ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
×