ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

হৃদরোগে চালকের মৃত্যু ॥ বাস খাদে

প্রকাশিত: ০৪:৩২, ১৬ মার্চ ২০১৭

হৃদরোগে চালকের মৃত্যু ॥ বাস খাদে

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে চলন্ত বাসে হৃদরোগে আক্রান্ত হয়ে চালকের মৃত্যু হয়েছে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনকে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত ১১টার দিকে পুঠিয়া উপজেলার গোপালহাটি রাজশাহী-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত বাস চালকের নাম আকবর আলী (৫৭)। তিনি রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী হানিফ এন্টারপ্রাইজের চালক ছিলেন। তার বাড়ি ঢাকা জেলার সাভার থানার গোবিনাথপুর এলাকায়। রাত ১১টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়ার গোপালহাটি চলন্ত বাসে ড্রাইভার আকবর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে কয়েকজন আহত হন। পরে ড্রাইভারসহ আহতদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান কতব্যরত চিকিৎসক ড্রাইভার আকবরকে মৃত ঘোষণা করেন।
×