ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পূবালী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৭:০৫, ১৪ মার্চ ২০১৭

পূবালী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ, আর ৮ শতাংশ বোনাস। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। ৩১ ডিসেম্বর, ২০১৬ শেষ হওয়া হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির এককভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫২ পয়সা। আর সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৫৮ পয়সা। এ সময়ে কোম্পানিটির এককভাবে শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৮ টাকা ৫৬ পয়সা। আর সমন্বিত এনএভি হয়েছে ২৭ টাকা ৮৫ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ এপ্রিল, ২০১৭। অর্থনৈতিক রিপোর্টার লভ্যাংশ পাঠিয়েছে রেনেটা ওষুধ-রসায়ন খাতের কোম্পানি রেনেটা লিমিটেড সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে। আর যেসব শেয়ারহোল্ডারদের ব্যাংকের হিসাব নম্বর পাওয়া যায়নি, তাদের কোম্পানির কর্পোরেট অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। ১৩ থেকে ১৬ মার্চের মধ্যে অফিস চলাকালীন সময়ে লভ্যাংশ সংগ্রহ করা যাবে। উল্লেখ্য, রেনেটা সমাপ্ত হিসাব বছরে ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। অর্থনৈতিক রিপোর্টার
×