ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ভারতীয় মেয়ে রেজিনার দেশে ফিরতে জটিলতা

প্রকাশিত: ০৪:৫০, ১২ মার্চ ২০১৭

ভারতীয় মেয়ে রেজিনার দেশে ফিরতে জটিলতা

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ১১ মার্চ ॥ হেলথ কমপ্লেক্স হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ভারতীয় নবম শ্রেণীর ছাত্রী রেজিনা বেগম দেশে ফিরতে আইনী জটিলতায় পড়েছে। ভারতের অসম প্রদেশের শোনীতপুর জেলার মহাভৌরব থানার গেটলং ভিতর সুতি গ্রামে মেয়েটির বাড়ি। সেখানকার কালিয়া ভোমরা মডেল হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। মার নাম মাজেদা। বাবা আঃ রশীদ পিকআপ ড্রাইভার। আঃ রশীদ মেয়েকে দেশে ফেরত নিয়ে যেতে হিলি সীমান্তে এসে আটকা পড়েছেন। বৈধ পাসপোর্ট থাকলেও ভিসা না পাওয়ায় সীমান্ত অতিক্রম করতে পারছেন না। অপরদিকে মেয়েটি অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় তাকে কিভাবে অভিভাবকের হাতে হস্তান্তর করা হবে তা নিয়ে প্রশাসন বিপাকে পড়েছে। শনিবার দুপুরে দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলম, পার্বতীপুরের ইউএনও তরফদার মাহমুদুর রহমানও জটিলতার কথা বলেন। ভারতীয় ও বাংলাদেশ দূতাবাস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিলে আইনী অনেক জটিলতা। মেয়ের অভিভাবক পার্বতীপুর থানায় লিখিত অভিযোগ না করায় এখন পর্যন্ত মামলা রুজু করা যায়নি। তবে হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলে জানান ওসি মোস্তাক আহমেদ।
×