ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

নির্যাতন ॥ দুই চাচার কারাদ-, পালিয়ে রক্ষা বাবার

প্রকাশিত: ০৪:৫০, ১২ মার্চ ২০১৭

নির্যাতন ॥ দুই চাচার কারাদ-, পালিয়ে রক্ষা বাবার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাঘায় মেয়েদের নির্যাতন ও অমানবিক আচরণের অভিযোগে দুই চাচাকে তিন মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে। তবে পিতা পালিয়ে রক্ষা পেয়েছেন। সাজাপ্রাপ্ত দুই চাচা হলেন, আমান আলী ও আখের আলী। শনিবার সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম এ রায় দেন। পুলিশ জানায়, উপজেলার চাকিপাড়া গ্রামের ইউনুস আলী তার স্ত্রী ও স্কুল-কলেজ পড়ুয়া দুই মেয়ে ও এক পুত্র রেখে সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকে প্রথম স্ত্রীর কাছে যৌতুক চেয়ে আসছিল। এতে মেয়েরা প্রতিবাদ করলে তাদের ওপর নির্যাতন শুরু করে বাবা। দেড়মাস আগে ভাইদের সহায়তায় ইউনুস আলী তার দুই মেয়েকে জোর করে বাল্যবিয়ে দেয়ার চেষ্টা চালায়। এ ঘটনায় ওই দুই মেয়ে থানায় লিখিত অভিযোগ করেন। তারা বিয়ের কবল থেকে রক্ষা পান। বাঘা থানা পুলিশের ওসি (তদন্ত) ধীরেন্দ্রনাথ জানান, ইউনুস আলীর দুই মেয়ে পিতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয়ার পর থেকে তাদের ওপর নির্যাতনের মাত্রা ক্রমেই বাড়তে থাকে। বার বার সতর্ক করার পরও তারা সংশোধন হয়নি। বরং স্থানীয় লোকজন যারা অন্যায়ের প্রতিবাদ করে এ রকম নারী-পুরুষ ১০ জনের নামে গত ৫ দিন আগে রাজশাহী আদালতে ৭ ধারায় একটি মামলা দায়ের করে। সর্বশেষ শনিবার সকালে ইউনুস আলী তার দুই ভাই আমান আলী ও আখের আলীর সহায়তায় প্রথম স্ত্রী এবং তার দুই মেয়েকে বেধড়ক মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়ার চেষ্টা চালায়। বাড়ির বিদ্যুত সংযোগও বিচ্ছিন্ন করে দেয়। খবর পেয়ে উপস্থিত হন থানা পুলিশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় দৌড়ে পালিয়ে যায় ইউনুস আলী। পরে স্থানীয় লোকজনের অভিযোগে আমান আলী ও আখের আলীকে গ্রেফতার করে পুলিশ। এর পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুই জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান থানার ওসি (তদন্ত) ধীরেন্দ্রনাথ।
×