ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা পিতা ও ছেলের বিরুদ্ধে মামলার ফের তদন্ত শুরু

প্রকাশিত: ০৮:৫৫, ১১ মার্চ ২০১৭

মুক্তিযোদ্ধা পিতা ও ছেলের বিরুদ্ধে মামলার ফের তদন্ত শুরু

স্টাফ রিপোর্টার ॥ চাঁদা না দেয়ায় কোটিপতি মুক্তিযোদ্ধাকে খুনের মামলা আর ছেলেকে ছিনতাই মামলার আসামি করার আলোচিত সেই ঘটনার নতুন করে তদন্ত শুরু হয়েছে। তদন্তে ছিনতাই মামলায় মুক্তিযোদ্ধার ছেলের সহযোগী হিসেবে যে লিটনের নাম উল্লেখ করা হয়েছে, তা ভুয়া বলে জানা গেছে। মামলাটির অধিকতর তদন্তের জন্য কারাবন্দী লিটনকে আবার আদালতের অনুমতিসাপেক্ষে রিমান্ডে নেয়ার প্রক্রিয়া চলছে। ২০১০ সালের ৫ নবেম্বর রাজধানীর গে-ারিয়া থানার খুব কাছে নিজ বাসার সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও অস্ত্র-গোলাবারুদসহ গ্রেফতারের পর জামিনে ছাড়া পাওয়া দীন ইসলাম দিলা। এ মামলায় গে-ারিয়ার স্থানীয় বাসিন্দা ও কোটিপতি ব্যবসায়ী মুক্তিযোদ্ধা (গ্রুপ কমান্ডার) আবুল হাশেম হাওলাদারকে (৭৫) আসামি করা হয়। এ বিষয়ে গে-ারিয়া থানার ওসি মাহবুব আলম বলেন, জসিমের দায়ের করা মামলায় লিটন গ্রেফতার হয়। আদালতে লিটন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। তাতে অলুর নাম প্রকাশ পায়। লিটনের স্বীকারোক্তিতে কোন ঝামেলা আছে কি-না তা তদন্ত করে দেখা হচ্ছে।
×