ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:১২, ১১ মার্চ ২০১৭

টুকরো খবর

পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা নাজমুল ইসলাম কাজল সভাপতি ও সম্মিলিত আইনজীবী পরিষদের এরশাদ হোসেন সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ ৬টি ও বিএনপি সমর্থিত প্রার্থীরা ৫টি পদ পেয়েছেন। বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়ে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাডবোকেট মোজাম্মেল চৌধুরী। ১১টি পদের মধ্যে ৬টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সহ-সভাপতি পদে সম্মিলিত আইনজীবী পরিষদের জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক পদে সম্মিলিতি আইনজীবী পরিষদের হাবিবুল ইসলাম (হাবিব), লিগ্যাল এইড সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী পরিষদের মুহাম্মদ কামরুজ্জামান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী জাফর ইকবাল (সুমন)। এর আগে সদস্যপদে ৪ জন ও লাইব্রেরি সম্পাদক পদে একজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তালতলীতে আগুন ॥ ৬ দোকান পুড়ে ছাই নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা ১০ মার্চ ॥ বরগুনার তালতলী উপজেলার সাগর সৈকতসংলগ্ন ফকিরহাট বাজারে বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকা-ে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার রাত ১২ টার দিকে আবদুল খালেক কুটিয়ালের মুদি মনোহরদি দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন দু’ঘণ্টা চেষ্টা চালিয়ে পাম্প মেশিনের সাহায্যে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাজারের আবদুল খালেক কুটিয়াল, জাফর, আইউব আলী, দুলাল, বাবুল ও আবদুস সালামের দোকান পুড়ে ছাই হয়ে যায়। ছয়টি দোকানের মধ্যে তিনটি মুদি মনোহরদি ও দুটি জাল-সুতা ও একটি হোটেল রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর আমতলী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিসের লোকজন ধারণা করছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। বিপুল চোলাই মদ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১০ মার্চ ॥ চট্টগ্রামের পটিয়ায় বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার কেলিশহর ইউনিয়নের মৌলভীহাটের পাহাড়ী এলাকা থেকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় তিন হাজার লিটার চোলাই মদ উদ্ধার করেছে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি। দীর্ঘদিন ধরে বোয়ালখালী-পটিয়ার কেলিশহর সীমান্তের পাহাড়ী এলাকা হয়ে একটি সিন্ডিকেট চোলাই মদ পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে পটিয়া থানার পুলিশ এসব মদ উদ্ধার করেন। ছাত্র নির্যাতন ॥ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে ছাত্র আবু সহিদকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক হাফেজ রমজান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টায় আড়াইহাজার থানা পুলিশ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র রিফাতের টাকা চুরির অপবাদ দিয়ে মাদ্রাসা শিক্ষক হাফেজ রমজান আলী হেফজ বিভাগের ছাত্র হাফেজ আবু সহিদের ওপর রড দিয়ে অমানুষিক নির্যাতন চালায়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আবু সহিদের পিতা জসীমউদ্দিন বাদী হয়ে আড়াইহাজার থানায় ঐ শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ শুক্রবার শালমদী এলাকায় অভিযান চালিয়ে শিক্ষক রমজান আলীকে গ্রেফতার করে। বাগেরহাটে আটক ৩৫ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে পুলিশ বিশেষ অভিযানে ৩৫জনকে আটক হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত পুলিশ জেলার ৯টি উপজেলার বিভিন্ন এলাকা থেকে এদের আটক করে। এর মধ্যে ১২ মাদক বিক্রেতা ও সেবনকারী। আটকদের কাছ থেকে ২১ ইয়াবা, ৬ লিটার মদ ও ৯শ’ গ্রাম গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, সন্ত্রাসী, অপরাধী, অস্ত্রধারী এবং মাদক নির্মূলে বাগেরহাটে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। বৃহস্পতিবার রাতে অভিযান চলাকালে ৩৫ জনকে আটক করা হয়।
×