ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুনতাসীর মামুন

গণহত্যা স্মরণ দিবস পালন কেন জরুরী

প্রকাশিত: ০৫:৪৬, ১১ মার্চ ২০১৭

গণহত্যা স্মরণ দিবস পালন কেন জরুরী

গণহত্যা স্মরণ দিবস পালন কেন জরুরী হয়ে উঠছে, ৭ মার্চ সেটি আবার বোঝা গেল পাকিস্তানের প্রক্সি পার্টি [পিপিপি : একদিকে তাদেরই উত্তরসূরি] বা বাঙালী বংশোদ্ভূত পাকিস্তানীদের দল বিএনপি নেতাদের বক্তব্যে। তারা বলছেন, যার মর্মার্থ এই যে ৭ মার্চ কী এমন হয়েছিল। একটি বক্তৃতা হয়েছিল যে বক্তৃতায় এমন কোন দিক নির্দেশনা ছিল না। তাদের পিতা বলে তারা যাকে স্বীকার করেন, সেই জেনারেল জিয়াউর রহমান পর্যন্ত ৭ মার্চের বক্তৃতায় দিক নির্দেশনা পেয়েছিলেন আর তার পুত্ররা কোন নির্দেশনা পায় না। কেমন পুত্র এরা? রাজনীতির এত নিম্নমান দেখে অধিকাংশ মানুষ এ থেকে দূরে থাকতে চাইছে। আসলে আইয়ুব খান যে এত জারজপুত্রের সৃষ্টি করেছিলেন কে জানত। ৭ মার্চেরই যখন বিকৃতায়ন হয় তখন স্বাভাবিকভাবে ২৫ ও ২৬ মার্চেরও বিকৃতায়ন হবে। [বিস্তারিত চতুরঙ্গ পাতায়, পৃষ্ঠা-৭]
×