ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সাবওয়ে টানেল ড্রোন

প্রকাশিত: ০৫:১২, ১০ মার্চ ২০১৭

সাবওয়ে টানেল ড্রোন

এবার সিঙ্গাপুরের মাটির নিচে থাকা বিভিন্ন সাবওয়ে টানেলের কার্যক্রম পরীক্ষা করবে ড্রোন। ৩৬০ ডিগ্রি ফরম্যাটের ছবি ধারণ করে পাঠাতে সক্ষম। এর নাম দেয়া হয়েছে সাবওয়ে টানেল ড্রোন। ড্রোনগুলো বিশেষ সফটওয়্যারের সাহায্যে টানেলের বিভিন্ন ত্রুটিও শনাক্ত করতে সক্ষম। সূত্র : ডেইলি মেইল ওয়াই ফাই কফি মেকার কাপে থাকা কফির ওপরে চাইলেই এঁকে ফেলা যাবে নিজের ছবি। অতিথিদের কাপেও ছবি এঁকে চমকে দেয়া যাবে। এ জন্য কষ্টও করতে হবে না তেমন। ‘রিপল মেকার’ নামের ওয়াইফাই প্রযুক্তির মেশিনটিতে স্মার্টফোন থেকে ছবি পাঠাতে হবে। এবার কফির কাপ মেশিনটির নিচে রাখলেই কফিতে নির্দিষ্ট ছবি তৈরি হবে। এমনকি তৈরি হয়ে যাবে যেকোন ধরণের লোগো । সূত্র : ডেইলি মিরর
×