ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধাদের হয়রানি বন্ধের দাবি

প্রকাশিত: ০৮:৫০, ৯ মার্চ ২০১৭

মুক্তিযোদ্ধাদের হয়রানি বন্ধের দাবি

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযোদ্ধা সনদ যাচাই-বাছাইয়ের নামে মুক্তিযোদ্ধাদের হয়রানি করা হচ্ছে অভিযোগ এনে তা বন্ধের দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। একই সঙ্গে মুক্তিযোদ্ধার ভারতীয় তালিকা, মুক্তিবার্তা লালবই, প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষরিত সনদ, সেনা, নৌ ও বিমান বাহিনী, বিডিআর, পুলিশ, আনসার বাহিনীর বিশেষ গেজেট যাচাই-বাছাইয়ের আওতামুক্ত রাখতে দাবি করা হয়। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগের আগের সরকারের গঠিত নীতিমালা অনুযায়ী ৫ লাখ ৫৭ হাজার আবেদন থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে এক লাখ ৯২ হাজার মুক্তিযোদ্ধাকে সনদ দেয়া হয়। এরপর বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আবারও যাচাই-বাছাই শেষে ১ লাখ ৫৪ হাজার চূড়ান্ত করা হয়। এর মধ্যে ৫৫ হাজার মুক্তিযোদ্ধাকে শেখ হাসিনা নিজের হাতে স্বাক্ষর করে সনদ দেন। তিনি আরও বলেন, এরপর ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে শেখ হাসিনার দেয়া সকল সনদ বাতিল করে দেয়। এরপর ২০০৮ সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এসে শেখ হাসিনার দেয়া আগের সনদগুলো আবার কার্যকর করে। প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষরিত ওই ৫৫ হাজারসহ মুক্তিযোদ্ধার ভারতীয় তালিকা, মুক্তিবার্তা লালবই, সেনা, নৌ, বিমান বাহিনী, বিডিআর, পুলিশ, আনসার বাহিনীর বিশেষ গেজেট যাচাই-বাছাইয়ের আওতামুক্ত রাখার দাবি জানান হুমায়ুন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের সভাপতি আল আমিন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান ঢাকা কমিটির সভাপতি নুরুজ্জামান ভুট্টো, সাধারণ সম্পাদক শাহজাহান রেজভী ও সহ-সভাপতি মনিরুজ্জামান সালাউদ্দিন।
×