ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

খাদিজা হত্যাচেষ্টার দায়ে বখাটে বদরুলের যাবজ্জীবন

প্রকাশিত: ০৫:৪৬, ৯ মার্চ ২০১৭

খাদিজা হত্যাচেষ্টার দায়ে বখাটে বদরুলের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটের বহুল আলোচিত কলেজছাত্রী খাদিজা হত্যাচেষ্টা মামলায় বখাটে বদরুলকে যাবজ্জীবন কারাদ- প্রদান করেছেন আদালত। বুধবার বেলা ১১টা ৩২ মিনিটে সিলেট মহানগর দায়রা জজ বিচারক আকবর হোসেন মৃধার আদালত এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদ- প্রদান করেছেন। মামলায় ৩৭ সাক্ষীর মধ্যে ৩৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। এদিকে খাদিজা হত্যাচেষ্টা মামলার রায়ের দিন বুধবার নির্ধারিত সময়ের পূর্ব থেকে আদালতে সাংবাদিক, আইনজীবীসহ মানুষের ভিড় ছিল লক্ষ্যণীয়। বদরুলের বিরুেেদ্ধ কি রায় হয়, সেটা জানতে তারা ছিলেন উৎসুক। বুধবার বেলা ১১টা ৩২ মিনিটে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা খাদিজা হত্যাচেষ্টা মামলার ৩০ পৃষ্ঠার রায় পুরোটা পড়ে শোনান। রায় ঘোষণাকালে আদালতে মামলার আসামি বদরুল আলম ও মামলার বাদী খাদিজার চাচা আব্দুল কুদ্দুস উপস্থিতি ছিলেন। রায় ঘোষণার সময় বদরুলকে বিষন্ন দেখাচ্ছিল। রায় ঘোষণার পরপরই মামলার বাদী আব্দুল কুদ্দুস এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে রায় দ্রুত কার্যকরের দাবি জানান। এদিকে এ মামলায় আদালত তার পর্যবেক্ষণে বলেন, আজ আন্তর্জাতিক নারী দিবস। এই দিবসে খাদিজাকে নৃশংস ও বর্বরোচিতভাবে কোপানোর অভিযোগে আসামি বদরুলের যথোপযুক্ত শাস্তি নারীদের সুরক্ষায় তাৎপর্যপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। রায়ে আরও বলা হয়, মানব-মানবীর মধ্যে প্রেম-ভালবাসা চিরন্তন। প্রেম-ভালবাসায় মিলন, বিরহ থাকবেই। প্রেমে প্রত্যাখ্যাত হলে এমন পৈশাচিক, নৃশংস আচরণ মোটেই কাম্য ও আইন সমর্থিত নয়। আদালত বলেন, সাক্ষীদের সাক্ষ্য থেকে ঘটনার সঙ্গে আসামি বদরুলের সম্পৃক্ততা অবিশ্বাস করার মতো কোন সাক্ষ্য আমি পাইনি। উপর্যুপরি ১০টি আঘাতের ধরন এবং আম্বরখানা পয়েন্ট থেকে চাপাতি কিনে আনার ঘটনা প্রমাণ করে, খাদিজাকে খুন করার পরিকল্পনা আসামির ছিল। এদিকে বদরুল আলমের বিরুদ্ধে এই রায়ে সন্তোষ প্রকাশ করে খাদিজা বলেন, ‘রায়ে আমি খুশি। আমার প্রত্যাশা আর কোন নারী যেন আমার মতো নির্যাতনের শিকার না হন। সবাই যেন নিজেদের স্বপ্ন পূরণ করতে পারেন। শিক্ষাজীবন শুরু করবেন কিনা, এমন প্রশ্নের উত্তরে খাদিজা বলেন, ‘আমি আমার জীবনকে নতুন করে গড়তে যা যা করা দরকার, সব চেষ্টাই করব। রায়ে সাংবাদিকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন খাদিজার আইনজীবী একেএম শিবলীও।
×