ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

প্রিজনভ্যানে বোমা হামলাকারী মোস্তফা পাঁচ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৬:০৭, ৮ মার্চ ২০১৭

প্রিজনভ্যানে বোমা হামলাকারী মোস্তফা পাঁচ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার, গাজীপুর/ নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ হরকাতুল জিহাদ নেতা ফাঁসির দ-প্রাপ্ত আসামি মুফতি হান্নানকে ছিনিয়ে নিতে গাজীপুরের টঙ্গীতে প্রিজনভ্যান ও পুলিশের গাড়িকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনায় গ্রেফতারকৃত মোস্তফা কামালের (২২) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার বিকেলে পুলিশ তাকে গাজীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এ হাজির করলে আদালতের বিচারক ওই আদেশ দেন। এদিকে বোমা হামলার ওই ঘটনায় পুলিশ টঙ্গী মডেল থানায় মামলা করেছে। মামলায় মোস্তফা কামাল এবং অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করা হয়। গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর মোঃ রবিউল ইসলাম জানান, হরকাতুল জিহাদ নেতা ফাঁসির দ-প্রাপ্ত আসামি মুফতি হান্নান ও তার সহযোগীদের ছিনিয়ে নিতে গাজীপুরের টঙ্গীতে প্রিজনভ্যান ও পুলিশের গাড়িকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনার মামলায় টঙ্গী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে মোস্তফা কামালকে বিকেলে গাজীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-৪-এ হাজির করেন। শুনানি শেষে ওই আদালতের বিচারক মাহবুবা আক্তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন। এর আগে মোস্তফা কামালকে কড়া পুলিশ প্রহরায় ওই আদালতে হাজির করা হয়। টঙ্গী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী হত্যাচেষ্টার মামলায় ফাঁসির দ-প্রাপ্ত আসামি হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান ও তার সহযোগীসহ ১৯ আসামিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আদালতে হাজিরার জন্য কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজনভ্যানে করে সোমবার সকালে ঢাকার আদালতে পাঠানো হয়। আদালতে হাজিরা শেষে বিকেলে তাদের পুনরায় পুলিশের প্রহরায় প্রিজনভ্যানে করে কাশিমপুরের ওই কারাগারে ফিরিয়ে নেয়া হচ্ছিল। পথে বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর কলেজ গেট এলাকার সফি উদ্দিন সরকার এ্যাকাডেমির সামনে পৌঁছলে মুফতি হান্নান ও তার সহযোগীদের ছিনিয়ে নিতে মোস্তফা কামাল ও তার সঙ্গীরা আসামিবাহী প্রিজনভ্যান এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে পর পর কয়েকটি হাত বোমা নিক্ষেপ করে। নিক্ষিপ্ত বোমাগুলোর মধ্যে দুটি বোমা সড়কে পড়ে বিস্ফোরিত হয়। অপর একটি বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে পুলিশের পিকআপের আরোহী এক কনস্টেবলের গায়ে লেগে তার পায়ের পাশে গাড়িতে পড়ে। তবে সেটি বিস্ফোরিত না হওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় পুলিশ সদস্যরা ধাওয়া করে বোমা নিক্ষেপকারী যুবক মোস্তফা কামালকে দুটি ব্যাগসহ (একটি ট্রাভেল ব্যাগ ও অপরটি স্কুলব্যাগ) আটক করে। তবে তার সঙ্গী অন্যরা পালিয়ে যায়। পরে পুলিশ ব্যাগ দুটিতে তল্লাশি করে দুই রাউন্ড গুলিভর্তি আগ্নেয়াস্ত্র, ১৩ রাউন্ড পিস্তলের গুলি, দুটি পেট্রোলবোমা, পাঁচটি হাত বোমা, ২টি চাপাতি, বোমা তৈরির লোহার বল, মোবাইল ফোন, ব্যাটারি ও নগদ ৭ হাজার ৯১৫ টাকা উদ্ধার করে। পরে অতিরিক্ত পুলিশের প্রহরায় আসামিদের নিয়ে ওই প্রিজনভ্যানটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পৌঁছে। আটক মোস্তফা কামাল ময়মনসিংহের তারাকান্দা থানার পাগুলি (বন্দেরবাড়ি) গ্রামের মোঃ মোফাজ্জল হোসেনের ছেলে। সে নরসিংদীর মাধবদীর শেখেরচর জামিয়া ইমদাদিয়া মাদ্রাসায় পড়াশোনা করত। ওসি ফিরোজ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল বলেছে, তাকে একজন ১০ হাজার টাকা দিয়েছে এই ঘটনা ঘটানোর জন্য। তবে তার নাম বলেনি। কামালের মানিব্যাগে একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র ছিল বলে জানান তিনি। তারা মনে করছিল, হামলা করে পালিয়ে যাওয়ার সময় ওই ভুয়া আইডি কার্ড ফেলে যাবে। আমরা ওই ভুয়া আইডি কার্ডের ব্যক্তির পেছনে ছুটবো। আটক মোস্তফাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলেও তিনি জানান।
×