ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বোয়ালখালীতে দু’জনের মৃত্যু নিয়ে ধূম্র্র্রজাল

প্রকাশিত: ০৪:০৫, ৮ মার্চ ২০১৭

বোয়ালখালীতে দু’জনের মৃত্যু নিয়ে ধূম্র্র্রজাল

চট্টগ্রাম অফিস/ বোয়ালখালী সংবাদদাতা ॥ বোয়ালখালীতে একইদিনে দুইজনের মৃত্যুর ঘটনা এলাকায় ধূম্রজাল সৃষ্টি হয়েছে। গত সোমবার উপজেলার সারোয়াতলী ইউনিয়নে এ ঘটনা ঘটলে স্থানীয় মাদকসেবী ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর গ্রামের করিম সওদাগরের পুত্র আবুল বশর (৫৫) সোমবার সকালে শারীরিক অসুস্থতা অনুভব করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করেন। সকাল ১০টার দিকে চমেক হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপরদিকে বিকেল ৪টার দিকে নিহতের বন্ধু হোরারবাগ এলাকার হাবিবুর রহমানের (৪৮) শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনিও মারা যান। এছাড়া একই ইউনিয়নের খিতাপচর গ্রামের নাছির (৩৫), হোরারবাগ গ্রামের জাহাঙ্গীর (৩৭) ও ইকবাল (৩৩) অসুস্থাবস্থায় চমেক হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহত হাবিবুর রহমানের ভাইপো মোহাম্মদ মোরশেদ আলম জানান, তার চাচা মৃত্যুর আগে চিকিৎসকের কাছে মদপান করার কথা স্বীকার করে জানিয়েছিলেন, আগের রাতে চাচা নিহত হাবিবুর রহমান ও তার বন্ধু নিহত আবুল বশরসহ ১০-১২ জন মিলে মদ পান করেন। এরপর থেকে অসুস্থ হয়ে পড়েন। তিনি বলেন, মদপানে চাচার মৃত্যু হয়েছে। স্থানীয় ইউপি সদস্য দিদারুল আলম বলেন, তাদের মৃত্যু মদপানের কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উপাচার্যের সঙ্গে বিশ^ব্যাংক প্রতিনিধির মতবিনিময় জাতীয় বিশ^বিদ্যালয় স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশের উচ্চশিক্ষার ওপর পদ্ধতিগত জরিপের অংশ হিসেবে বিশ^ব্যাংকের শিক্ষাবিষয়ক বিশেষজ্ঞ মি. কোন্ গেভেন এর সঙ্গে জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের উচ্চশিক্ষায় জাতীয় বিশ^বিদ্যালয়ের ভূমিকার বিস্তারিত বর্ণনা দিয়ে উপাচার্য অনুষ্ঠিত মতবিনিময় সভায় বলেন, এ দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে ৭০ ভাগ শিক্ষার্থী জাতীয় বিশ^বিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোয় শিক্ষা গ্রহণ করছে। কলেজ শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার ও বিশ^ব্যাংকের যৌথ অর্থায়নে ‘কলেজ শিক্ষার উন্নয়ন প্রকল্প’ শীর্ষক একটি প্রোগ্রাম সম্প্রতি গ্রহণ করা হয়েছে। এর আওতায় ১৬ হাজার কলেজ শিক্ষককে দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করাসহ ১২২টি অনার্স ও মাস্টার্স কলেজের একাডেমিক সক্ষমতা উন্নয়ন করা হবে। সভায় বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, ডিন প্রফেসর ড. আনোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান, কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন ইলিয়াস, তথ্যপ্রযুক্তি দফতরের পরিচালক মুমিনুল ইসলাম ও পরিকল্পনা ও উন্নয়ন দফতরের উপ-পরিচালক সুমন চক্রবর্তী উপস্থিত ছিলেন।
×