ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নরওয়ের জন্য ফিশিং ভ্যাসেল নির্মাণ করছে ওয়েস্টার্ন মেরিন

প্রকাশিত: ০৩:৫৮, ৮ মার্চ ২০১৭

নরওয়ের জন্য ফিশিং ভ্যাসেল নির্মাণ করছে ওয়েস্টার্ন মেরিন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নরওয়ের জন্য ফিশিং ভেসেল নির্মাণ করছে চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। আমদানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৮০ মিটার দীর্ঘ একটি শিপিং ভেসেল নির্মাণের কিক অফ মিটিং এবং সম্মেলন মঙ্গলবার চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন। অনুষ্ঠান সঞ্চালন করেন ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রধানমন্ত্রীর ভিশন-২০২১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করার জন্য শিপইয়ার্ডসমূহের অংশগ্রহণ অপরিহার্য। এ লক্ষ্যে শিপইয়ার্ডগুলোকে সার্বিক সহযোগিতা দিয়ে টিকিয়ে রাখা অত্যন্ত প্রয়োজন। বিশেষ অতিথি নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন ওয়েস্টার্ন মেরিনের পূর্ববর্তী বছরসমূহের সফলতায় সন্তোষ প্রকাশ করেন এবং ফিশিং ভেসেলটি আন্তর্জাতিক মানসম্মতভাবে নির্মিত এবং যথাসময়ে হস্তান্তরিত হবে বলে আশাপ্রকাশ করেন। তিনি আরও বলেন, বাংলাদেশ ও নরওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে। সম্মেলনে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন জাহাজ নির্মাণ শিল্পের বর্তমান অবস্থা, বিশ্ব বাজারে বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পের বর্তমান পরিস্থিতি এবং বিগত বছরগুলোতে দেশের অর্থনৈতিক উন্নয়নে এই শিল্পের অর্জন ও অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, জাহাজ নির্মাণ শিল্প সাম্প্রতিক বছরগুলোতে তৈরি পোশাকশিল্পের ন্যায় আরও একটি প্রধান রফতানি খাতে পরিণত হয়েছে। অতি স্বল্প সময়ে বিশ্ব বাজারে ব্যাপক সুনাম অর্জন করেছে। বিশ্বের বিভিন্ন অংশে গুণগত মানসম্মত পণ্য রফতানির মাধ্যমে গত ৫ বছরে বাংলাদেশের শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি মোট ২৫টি জাহাজ রফতানির মাধ্যমে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে, যার মধ্যে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এককভাবে রফতানি করেছে ১৩টি জাহাজ। বিশ্ব অথনৈতিক মন্দা সত্ত্বেও দেশের শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানগুলো ২১টি জাহাজ বিশ্বের ৬টি দেশে রফতানির জন্য নির্মাণ করছে যার মধ্যে নরওয়ে, ডেনমার্ক, কেনিয়া, সংযুক্ত আরব আমিরাত, গামবিয়া ও ভারত আন্যতম। ইউরোপ ও আফ্রিকার কিছু দেশ তাদের নতুন জাহাজ নির্মাণের জন্য যোগাযোগ করছে।
×