ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কর্মশালায় বক্তারা বলেন

‘দুধের উৎপাদন বাড়াতে সময়োপযোগী পদক্ষেপ প্রয়োজন’

প্রকাশিত: ০৫:৫৩, ৭ মার্চ ২০১৭

‘দুধের উৎপাদন বাড়াতে সময়োপযোগী পদক্ষেপ প্রয়োজন’

দেশে দুধের উৎপাদন বাড়ানো ও এই খাতকে স্বয়ংসম্পূর্ণ করতে বিরাজমান সমস্যা সমাধানের ওপর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। রবিবার রাজধানীর একটি হোটেলে প্রাণ এবং জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) যৌথ উদ্যোগে দেশের দুগ্ধখাতের উন্নয়নে ডেইরি হাব ও ডেইরি একাডেমির ভূমিকা বিষয়ক এক কর্মশালায় বক্তারা এ তাগিদ দেন। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি সাইন্স বিভাগের অধ্যাপক এমএ সামাদ খান, প্রাণ ডেইরি’র জেনারেল ম্যানেজার (অপারেশন) রাজীব ইবনে ইসলাম ও চীফ ডেইরি এক্সটেনশন ডাঃ রাকিবুর রহমানসহ সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ ব্যক্তিরা। -বিজ্ঞপ্তি। মোঃ নাজমুস সালেহীন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের নতুন পরিচালক দেশের বিশিষ্ট ব্যাংকিং ব্যক্তিত্ব মোঃ নাজমুস সালেহীন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেছেন। ব্যাংকের পরিচালনা পরিষদের ২৬৯তম সভায় সালেহীনকে উক্ত পদে অনুমোদন দেয়া হয়। এর আগে তিনি একই ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতকোত্তর সালেহীন ১৯৭৯ সালে সোনালী ব্যাংকে প্রবেশনারি অফিসার পদে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৩৭ বছরের বর্ণিল কর্মজীবনে সালেহীন রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ও অগ্রণী ব্যাংকে মহাব্যবস্থাপক এবং জনতা ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি
×