ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৫৫, ৭ মার্চ ২০১৭

  টুকরো খবর

চার ইটভাঁটিকে জরিমানা স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ড্রাম শীটের চিমনি ব্যবহার করে ইট তৈরি করার অপরাধে মেহেরপুর সদর উপজেলার চারটি ইটভাঁটিতে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা আদায় এবং ওই চারটি ভাঁটির চিমনি ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সদর উপজেলার ঝাউবাড়িয়া সুবিধপুর এলাকা ও কাথুলী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এবং মামুন। এ সময় পরিবেশ অধিদফতর কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মুন্সী মনিরুজ্জামান, পরিদর্শক আব্দুল গফুর উপস্থিত ছিলেন। ঝাউবাড়িয়া সুবিধপর গ্রামের ভাই ভাই ব্রিকস নামের দুটি ইটভাঁটির মালিক আলতাফ হোসেনের ৮০ হাজার টাকা, একই গ্রামের হাবিব ব্রিকসের মালিক হাবিবুর রহমানের ৫০ হাজার টাকা এবং কাথুলী সড়কের তারেক ব্রিকসের মালিক আবুল কাশের কাছ থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বেড়ায় ফের সোনার দোকানে ডাকাতি সংবাদদাতা, বেড়া, পাবনা, ৬ মার্চ ॥ মাত্র এক বছরের ব্যবধানে বেড়ার নাকালিয়া বাজারে ফের সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে নাকালিয়া বাজারে তিনটি জুয়েলার্সসহ ৮টি মুদিদোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় তিনটি স্বর্ণের দোকান থেকে প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার ও ৮টি মুদিদোকান থেকে অর্থসহ ৭ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে চলে যায়। জানা যায়, রবিবার রাত বারোটার পরে ১০-১২ জন ডাকাত ট্রলারযোগে যমুনা নদী দিয়ে বাজারে প্রবেশ করে। সেখানে তারা বাজারের নৈশপ্রহরীসহ ২০-২৫ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। তাদের হাতে রামদা, হাঁসুয়া, চাকুসহ দেশীয় অস্ত্র ছিল বলে জানান ব্যবসায়ীরা। এ সময় ডাকাতরা বাজারের মা জুয়েলার্স, সুমন জুয়েলার্স ও মাতৃ জুয়েলার্স থেকে প্রায় ২০ ভরি সোনা, ২০ ভরি রুপা ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। সোনার দোকান ডাকাতি শেষে তারা পাশের ৮টি মুদিদোকানেও ডাকাতি করে। তাদের সবার মুখে মুখোশ থাকায় শনাক্ত করা যায়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। বিদ্যুতস্পৃষ্টে গার্মেন্টস কর্মীর মৃত্যু স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বিদ্যুতষ্পৃষ্ট হয়ে পথচারী গার্মেন্টস কর্মী নিহত হয়েছে। তার নাম সেলিনা আক্তার (৩০)। সে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার শিবপুর গ্রামের আব্দুল খালেকের স্ত্রী। জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীর জরুন এলাকার ভাড়া বাসা থেকে সেলিনা যমুনা গার্মেন্টসে চাকরি করত। রবিবার রাতে কোনাবাড়ি বাজারে কেনাকাটা শেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ দিয়ে হেঁটে সে বাসায় ফিরছিল। এ সময় বিকট শব্দে ট্রান্সফরমার থেকে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে সেলিনার শরীরের ওপর পড়ে। বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সেলিনা মারা যায়। দ্রুত বিচার দাবিতে আদিবাসীদের মানববন্ধন স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদাফার্মের আদিবাসী ও বাঙালীদের ওপর হামলা-মামলা, লুটপাট, খুন, উচ্ছেদ ও অগ্নিসংযোগকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে রাজশাহীতে অবস্থান কর্মসূচী পালন করেছে আদিবাসীরা। সোমবার বেলা ১১টা থেকে দুই ঘণ্টাব্যাপী নগরীর কোর্ট শহীদ মিনারে এ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচী থেকে অবিলম্বে আক্রান্ত আদিবাসীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবি জানানো হয়। এছাড়া বিনষ্ট ক্ষেতের ফসল, পুকুরের মাছের ক্ষতিপূরণও দাবি করা হয়। হামলায় পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণসহ তাদের দ্রুত বিচার আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানান আদিবাসীরা। অবস্থান কর্মসূচী চলাকালীন আদিবাসী ছাত্র পরিষদের রাবি শাখা সাধারণ সম্পাদক নকুল পাহানের পরিচালনায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা কমিটির সভাপতি বিমল চন্দ্র রাজোয়ার। রাজশাহীতে অগ্নিকা- স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর চারঘাটে বিদ্যুতের শর্ট সার্কিটের সৃষ্ট আগুনে একটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে ১০ লক্ষাধিক টাকার আসবাবপত্র ও বাড়ির মালামাল পুড়ে গেছে। সোমবার ভোরে উপজেলার বামনদিঘী গ্রামের এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার ভোরে বামনদীঘি গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শাহজাহান আলীর বাড়িতে হঠাৎ আগুন ধরে যায়। ইউপি চেয়ারম্যান সাসপেন্ড নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৬ মার্চ ॥ আড়পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান এ কে এম নুরুল হক তালুকদারকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে রবিবার সাময়িক বরখাস্ত করেছে। জানা গেছে, ইউনিয়ন পরিষদের সদস্যরা তার বিরুদ্ধে অর্থ আত্মসাত সংক্রান্ত ৬টি অভিযোগ আনে। বরগুনা জেলা প্রশাসক ড. বশিরুল আলম তদন্তপূর্বক ওই অভিযোগের ৩টি বিষয়ের প্রাথমিকভাবে সত্যতা পেয়েছে। তিনি প্রতিবেদন উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন। রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহাবুবুর রহমান স্বাক্ষরিত চিঠিতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ৬ ডাকাত গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর বন্দর থানার নিমতলা মোড় এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সংঘবদ্ধ চক্রের এ সদস্যরা ডাকাতি ছাড়াও মহাসড়কে গরু ছিনতাইসহ নানা অপরাধ কর্মকা-ের সঙ্গে সংশ্লিষ্ট। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে পরিচালিত বিশেষ অভিযানে তাদের পাকড়াও করা হয়। উদ্ধার করা হয় ডাকাতি ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি ট্রাক। সিএমপি সূত্রে জানানো হয়, গ্রেফতার ৬ জন আবুল কাশেম, আলাউদ্দিন, কুদ্দুস, জামাল, লোকমান ওরফে মনছুর এবং হান্নান হোসেন ওরফে হান্নান। নিমতলা এলাকায় অবস্থান করে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিএনপি নেতা গ্রেফতার স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলিপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ সরদারকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে আলীপুর এলাকার সোনালী ফিলিং স্টেশন থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বিএনপি নেতা আব্দুর রউফ সরদারকে গ্রেফতারের ঘটনা নিশ্চিত করেন জানান, নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। অটোরিক্সার ধাক্কায় শিশু নিহত নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৬ মার্চ ॥ সদর উপজেলার লক্ষ্মীপুর বাজারে সোমবার দুপুরে অটোরিক্সার ধাক্কায় সুমাইয়া মিম (দশ মাস) নিহত এবং শিশুটির মা সোনালী বেগম আহত হয়েছে। সোনালী বেগম সদর উপজেলার মৌজা মালিবাড়ি গ্রামের ভুট্টু মিয়ার স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, সোনালী বেগম লক্ষ্মীপুর ব্র্যাক ব্যাংক থেকে হেঁটে বাড়ি ফিরছিল। এ সময় বাজারের পাশে অটোরিক্সা সোনালীকে ধাক্কা দিলে শিশুটি তার কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় সোনালী বেগমকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পাথরের গর্ত ধসে ফের শ্রমিক নিহত স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া পাথর কোয়ারিতে পাথর উত্তোলনের গর্ত ধসে ফের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ফারুক (৩২) বিজয় পাড়ুয়া গ্রামের আজিজুর রহমানের ছেলে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সোমবার বেলা সোয়া ১১টার দিকে আব্দুল হালিমের গর্ত থেকে পাথর উত্তোলনকালে আকস্মিক গর্ত ধসে মাটির নিচে চাপা পড়েন ফারুক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিপইয়ার্ডে শ্রমিক নিহত নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ৬ মার্চ ॥ শিপ ব্রেকিংইয়ার্ডের দুর্ঘটনায় সাহেব মিয়া নিহত হয়েছে। রবিবার রাতে দুর্ঘটনার পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমমার ভোরে তার মৃত্যু হয়। তিনি খুলনা জেলার কয়রা থানার গগুনডাঙ্গা এলাকার আহাম্মদ মোড়লের ছেলে এবং উপজেলার ফৌজদারহাট এলাকার রাজা কাশেমের মালিকানাধীন কেআর স্টিল শিপ ব্রেকিংইয়ার্ডের শ্রমিক। শিবিরের সাবেক সভাপতি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ৬ মার্চ ॥ জেলা শিবিরের সাবেক সভাপতি ও ২৬ মামলার আসামি ফখরুল ইসলাম মিলনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুরে তার শ্বশুরবাড়ি থেকে সুধারাম থানা পুলিশ তাকে গ্রেফতার করে। ফখরুল ইসলাম মিলন কবিরহাট উপজেলার পশ্চিম নুর সোনাপুর গ্রামের নুরুল হুদার ছেলে। তিনি জামায়াতের ছাত্র সংগঠন শিবির নোয়াখালী জেলা শাখার সভাপতির দায়িত্বে ছিলেন। পুলিশ জানায়, আন্দোলন নামে বিভিন্ন সময় সহিংসতা করায় তার বিরুদ্ধে থানা ও আদালতে ২৬টি মামলা হয়েছে। প্রত্যেকটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। কিন্তু তিনি পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
×