ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভবন নির্মাণে নতুন প্লট খুঁজছে বিজিএমইএ

প্রকাশিত: ০৩:৪৯, ৬ মার্চ ২০১৭

ভবন নির্মাণে নতুন প্লট খুঁজছে বিজিএমইএ

অর্থনৈতিক রিপোর্টার ॥ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির জন্য নতুন ভবন নির্মাণের জন্য প্লট দেখা হচ্ছে বলে জানিয়েছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি বলেন, বিজিএমইএর নতুন ভবন নির্মাণের জন্য উত্তরা এবং পূর্বাচলে প্লট দেখা হচ্ছে। রবিবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে কেনিয়ার বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, আমরা সিরিয়াসলি প্লট দেখছি। আমাদের বিজিএমইএ নেতারা এ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। উত্তরা এবং পূর্বাচলে জমি দেখছে তারা। বিজিএমইএ ভবন ভাঙ্গতে আদালতের রায়ের বিষয়ে তিনি বলেন, আমরা স্বাধীন দেশের বাসিন্দা। এখানে স্বাধীন বিচার ব্যবস্থা আছে। এটাকে আমরা শ্রদ্ধা করি। বিজিএমইএ ভবন সরানো হবে। তবে এ জন্য আমাদের প্রয়োজনীয় সময়ের বিষয়টি বিবেচনা করা উচিত। নতুন ভবন করে সেখানে যাওয়ার মতো প্রয়োজনীয় সময় চেয়েছি আমরা। এ ব্যাপারে সরকার আমাদের সক্রিয় সহযোগিতা করছে। ভবন সরিয়ে নিতে প্রয়োজনীয় সময়ের দাবি জানিয়ে বিজিএমইএর সাবেক সভাপতি বলেন, প্রধানমন্ত্রী আমাদের সবসময় সার্বিক সহযোগিতা দিয়েছেন। তাই অন্য ভবনে সরে যাওয়ার জন্য প্রয়োজনীয় সময় পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী। আদালত বিষয়টি বিবেচনা করবে। আমাদের প্রয়োজনীয় সময় দেবে। জাতীয় ভিলেনে পরিণত হওয়ার মতো কোন কাজই আমাদের ইন্ডাস্ট্রি করেনি। তিনি বলেন, আদালতের রায়কে আমরা অবমাননা করবো না। আমাদের পবিত্র সংগঠনকে বিতর্কিত করতে চাই না। আদালতের রায়কে মেনে নিয়েই আমরা অন্যত্র সরে যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। আশা করি, এটার একটা সুন্দর সমাধান পাব। প্রসঙ্গত, বিজিএমইএ ভবন অবিলম্বে ভেঙ্গে ফেলতে সর্বোচ্চ আদালতের দেয়া রায় পুনর্বিবেচনা চেয়ে (রিভিউ) করা আবেদন খারিজ হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপীল বিভাগের তিন সদস্যের বেঞ্চ রবিবার এই রিভিউ আবেদনের ওপর শুনানি নিয়ে তা খারিজ করে। ফলে বিজিএমইএ ভবন ভাঙ্গতেই হবে।
×