ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে ছাত্রের চুল কেটে দেয়ায় শিক্ষক সাসপেন্ড

প্রকাশিত: ০৭:৪৪, ৫ মার্চ ২০১৭

নারায়ণগঞ্জে ছাত্রের চুল কেটে দেয়ায় শিক্ষক সাসপেন্ড

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৪ মার্চ ॥ নারায়ণগঞ্জ বন্দরের হালুয়াপাড়া শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রের মাথার চুল কেটে দিয়েছে এক শিক্ষক। এ অভিযোগে ম্যানেজিং কমিটি ক্রীড়া শিক্ষক মাসুমকে সাময়িক বরখাস্ত করেছে। এ ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাঁচদিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেয়ার কথা বলা হয়েছে। শনিবার বিকেলে স্কুলে জরুরী সভা ডেকে ম্যানেজিং কমিটি এ সিদ্ধান্ত নেয়। জানা গেছে, বৃহস্পতিবার মাথায় বড় চুল ও চুলে বিভিন্ন কালার করে কয়েকজন ছাত্র স্কুলে আসে। এ সময় ক্লাসের শিক্ষক মাসুম এ ধরনের কয়েকজন ছাত্রের মাথার সামান্য চুল কেটে দেন। পরে ওই ছাত্ররা সেলুনে গিয়ে পুরো মাথা ন্যাড়া করে এর প্রতিবাদ জানায়। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। পরে ম্যানেজিং কমিটি অভিযুক্ত শিক্ষক মাসুমকে সাময়িক বরখাস্ত করে। শনিবার বিকেলে স্কুলে জরুরী সভা ডেকে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন করে। ম্যানেজিং কমিটির সভাপতি ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুম আহাম্মেদ জানান, ক্রীড়া শিক্ষক মাসুম ছাত্রদের নৈতিক শিক্ষাদানে শাসনের জন্য চুলে ফ্যাশন করা ছাত্র সিফাত ও আরিফের মাথার সামান্য চুল কেটে দেন। পরে ছাত্ররা সেলুনে গিয়ে পুরো চুল কেটে ফেলে। তবে শাসনটি অপশাসনে পরিণত হয়। তাই বিষয়টি তদন্তের জন্য আবু সাইদ মেম্বারকে প্রধান করে ৬ সদ্যসের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
×