ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-কেনিয়া দ্বিপক্ষীক চুক্তি বাস্তবায়নের দাবি

আফ্রিকায় ৭৮ মিলিয়ন ডলার নীটওয়্যার রফতানি

প্রকাশিত: ০৩:৫১, ৫ মার্চ ২০১৭

আফ্রিকায় ৭৮ মিলিয়ন ডলার নীটওয়্যার রফতানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ কেনিয়ায় ১০ দশমিক ৭৮ মিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছে। এর মধ্যে নীটওয়্যার রফতানির পরিমাণ শূন্য দশমিক ৩৮৫ মিলিয়ন ডলার। এছাড়া ২০১৬ সালে গোটা আফ্রিকা অঞ্চলে ৭৮ দশমিক ৬১ মিলিয়ন ডলার সমমূল্যের নীটওয়্যার পণ্য রফতানি করেছে বাংলাদেশ। দিন দিন এই রফতানির পরিমাণ বাড়ছে। শনিবার রাজধানীর বিকেএমইএ কার্যালয়ে এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। সভায় সফররত কেনিয়ার ১০ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল যোগ দেন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুন্সি শাফিউল হক, রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর সম্মানিত ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শামসুল হক (আফ্রিকা উইং) প্রমুখ। কেনিয়ার প্রতিনিধি দলের পক্ষে প্রতিনিধিত্ব করেন শিল্প, বাণিজ্য ও সমবায় মন্ত্রণালয়ের এজি. ডিরেক্টর, চার্লস মাহিন্দা। সভায় সভাপতিত্ব করেন বিকেএমইএ’র সহ-সভাপতি এ এইচ আসলাম সানি। সভায় কেনিয়া-বাংলাদেশের নীট শিল্প রফতানির ভবিষ্যত সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করেন বিকেএমইএ’র উপ-সচিব ফারুক হোসেন। এতে উল্লেখ করা হয়, কেনিয়া বাংলাদেশ থেকে ২০১৫-১৬ অর্থবছরে ১০.৭৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করে যার মধ্যে নীটওয়্যার আমদানির পরিমাণ ০.৩৮৫ মিলিয়ন ডলার। অপরদিকে ২০১৬ সালে আফ্রিকা অঞ্চলে বাংলাদেশ ৭৮.৬১ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের নীটওয়্যার পণ্য রফতানি করেছে। আফ্রিকা অঞ্চলের বিভিন্ন দেশের মতো কেনিয়ার সঙ্গে পারস্পরিক সমঝোতার মাধ্যমে দ্বিপাক্ষিক চুক্তি প্রণয়ন ও বাস্তবায়ন করা সম্ভব হলে এ অঞ্চলে নীটওয়্যার পণ্যের আন্তর্জাতিক বাণিজ্যকে আরও বিস্তৃত পরিসরে এগিয়ে নেয়া সম্ভব হবে।
×