ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শিবির ক্যাডারের ছুরিকাঘাতে আহত ছাত্রী ওসিসিতে

প্রকাশিত: ০৪:২৫, ৪ মার্চ ২০১৭

শিবির ক্যাডারের  ছুরিকাঘাতে আহত ছাত্রী ওসিসিতে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মহেশখালীতে শিবির ক্যাডার জাহেদুল ইসলামের ছুরিকাঘাতে আহত ছাত্রী নাহিদা কক্সবাজার সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। তার ডান চোখ ফুলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ওসিসিতে রাখা হয়েছে। সদর হাসপাতালে তৃতীয় তলার ইনটেনসিভ কেয়ার ইউনিটের (ওসিসি) প্রবেশ মুখের দক্ষিণ কক্ষের বেডে শুয়ে থাকলেও নাহিদার কথা বলার শক্তি নেই। তবুও বিড় বিড় করে কি যেন বলতে চায়। আর কিছুক্ষণ পর পর জ্ঞান হারায়। জ্ঞান ফিরে এলে এপাশ-ওপাশ হওয়ার বৃথা চেষ্টা চালায়। কারও সাহায্য ছাড়া নড়তে পারে না। খেতেও পারে না কিছু। চিকিৎসকরা জানান, মহেশখালীর কালারমার ছড়া ফকিরজুম পাড়ার মোঃ হোছাইনের মেয়ে ও আদর্শ দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী নাহিদার কপালে একটি এবং বাম গালে ছয়টি সেলাই দিতে হয়েছে। পরিবারের সদস্যরা জানায়, নাহিদাকে মাদ্রাসায় যাতায়াতের সময় উত্ত্যক্ত করত হোয়ানকের পূব হরিয়ার ছড়ার লোকমান হাকিমের পুত্র শিবির ক্যাডার জাহেদুল ইসলাম। প্রেমের প্রস্তাব দিয়ে সাড়া না পেয়ে ২৫ফেব্রুয়ারি জাহেদুল তার বাড়িতে যায়। তাকে অপহরণের চেষ্টা করে ব্যর্থ হয়ে নাহিদাকে এলোপাতাড়ি কোপায়। মহেশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ জাহেদুল ইসলামকে গ্রেফতার করেছে ।
×