ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট ডাকা কেন অবৈধ নয়- রুল

প্রকাশিত: ০৫:৩৫, ২ মার্চ ২০১৭

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট ডাকা কেন অবৈধ নয়- রুল

স্টাফ রিপোর্টার ॥ আদালতের রায় এবং আদেশের বিরুদ্ধে যে কোন ধরনের হরতাল, ধর্মঘট ডাকাকে কেন বেআইনী ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশে যান চলাচল স্বাভাবিক করারও নির্দেশ দিয়েছেন। রায়ের প্রতিবাদে ধর্মঘট আহ্বানকারীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, আদালতের রুলে এটিও জানতে চাওয়া হয়েছে। আগামী ৩ সপ্তাহের মধ্যে রুলের জবাব দেয়ার জন্য স্বরাষ্ট্র সচিব, সড়ক পরিবহন সচিব, বিআরটিএ চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের ডিজিসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বুধবার দুপুরে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোঃ আতাউর রহমান খানের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। ধর্মঘট ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশনা চেয়ে বুধবার সকালে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে দুই আইনজীবী রিট আবেদনটি করেন। মধ্যাহ্ন বিরতির পর এ আবেদনের ওপর শুনানি হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। শুনানি নিয়ে আদালত রুলসহ এ আদেশ দেন। আদেশের পর রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, বিচারিক আদালতে দুই চালকের সাজার পর ধর্মঘট ডেকে জনজীবন বিপর্যস্ত করা হয়েছে, জনগণের স্বাধীন চলাচলের পথ রুদ্ধ করা হয়েছে। এসব বিবেচনা করে রিটটি দায়ের করা হয়েছিল। ‘শুনানিতে বলেছি, সংবিধানের অধীনে গঠিত আদালত যদি কোন রায় দেয়, তাতে কেউ সংক্ষুব্ধ হলে আপীল করতে পারে। কিন্তু তারা আপীল না করে রায়ের বিরুদ্ধে ধর্মঘট ডেকে সাধারণ মানুষের চলাচলের পথকে রুদ্ধ করে দিয়েছে। সমস্ত মানুষকে হয়রানি করছে।’ তিনি আরও বলেন, তারা আদালতের কাছে চারটি অন্তর্বর্তীকালীন আদেশ চেয়েছিলেন। কিন্তু শুনানির সময় ডেপুটি এ্যাটর্নি জেনারেল আদালতকে ধর্মঘট প্রত্যাহার হওয়ার কথা জানালে তিনটি বিষয় আর উপস্থাপন করা হয়নি। মানিকগঞ্জে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় জামির হোসেন নামের এক বাস চালকের যাবজ্জীবন সাজা হয়। এ ঘটনায় খুলনা বিভাগের ১০ জেলায় দুই দিন পরিবহন ধর্মঘট চলার পর সোমবার প্রশাসনের আশ্বাসে কর্মসূচী প্রত্যাহারের ঘোষণা দেয়া হলেও পরে শ্রমিক নেতারা কর্মসূচী বহাল রাখার কথা বলেন। এরই মধ্যে ঢাকার সাভারে ট্রাকচাপায় এক নারীকে হত্যার দায়ে সোমবার ট্রাক চালক মীর হোসেনের ফাঁসির রায় হয়। এ নিয়ে সোমবার রাতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতির কর্মসূচী ঘোষণা দেয়। এদিকে আদালতে রিটের শুনানি চলাকালে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। দুপুরে মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান মালিক ও শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান। এ সময় শাজাহান খান বলেন, আশা করি এখন থেকে যান চলাচল স্বাভাবিক হবে। শাজাহান খানের আহ্বানের পর সারাদেশে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। পরিবহন ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি আদালতকে জানানো হলে রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ আদালতকে জানান, এর আগেও ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হলেও সেটি কার্যকর হয়নি। সে জন্য তিনি পরিবহন চলাচল স্বাভাবিক থাকার বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চান। সেটি আমলে নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক করার এবং আগামী দুই সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেন আদালত।
×