ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

রাজস্ব বোর্ডে ২০২ পরিদর্শক নিয়োগ

প্রকাশিত: ০৩:৫৯, ২ মার্চ ২০১৭

রাজস্ব বোর্ডে ২০২ পরিদর্শক নিয়োগ

রাজস্ব আদায়ে গতিশীলতায় ২০২ জন কর পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সুপারিশের প্রেক্ষিতে পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) থেকে এ নিয়োগ দেওয়া হয়। এনবিআরের এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরের পাশাপাশি রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নে প্রয়োজন বিপুল পরিমাণ রাজস্ব। জাতীয় রাজস্ব বোর্ড সেখানে সীমিত সংখ্যক জনবল নিয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই জনবলের ঘাটতি পূরণের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এনবিআর ৩৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ৩১৮ জন প্রার্থীকে ‘কর পরিদর্শক’ হিসেবে নিয়োগদানের জন্য বিপিএসসিতে সুপারিশ প্রেরণ করে। এর মধ্যে পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে প্রাথমিকভাবে উপযুক্ত ২০২ জনকে ‘কর পরিদর্শক’ হিসেবে নিয়োগ দেওয়া হয়। -অর্থনৈতিক রিপোর্টার তামিলনাডুতে কোকা-কোলা ও পেপসি নিষিদ্ধ ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাডুর ব্যবসায়ীরা সেখানে কোকা-কোলা ও পেপসি বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে। স্থানীয় পণ্যের ব্যবহার নিশ্চিত করার জন্যই এই উদ্যোগ গ্রহণ করেছে ব্যবসায়ীরা। রাজ্যের শীর্ষ দুটি ব্যবসায়ী এ্যাসোসিয়েশন এই দুটি পানীয় নিষিদ্ধ করার প্রস্তাব করেছিল। তারই প্রেক্ষাপটে বুধবার থেকে তামিলনাডু রাজ্যে নিষিদ্ধ হলো কোকা-কোলা ও পেপসি। প্রতিষ্ঠানগুলো বলছে, কোমল পানীয় প্রতিষ্ঠানগুলো নদী থেকে প্রচুর পানি ব্যবহার করে, সে কারণে কৃষকদের জমি সেচের সময়ও ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়। রাজ্যের দশ লাখেরও বেশি দোকানদার এ নিষেধাজ্ঞা মেনে চলবে বলে ধারণা করা হচ্ছে। গত মাসে তামিলনাডুতে ‘জাল্লিকাটু’ নামে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই নিষিদ্ধের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের ঘটনা দেখে রাজ্যে পেপসি, কোকা-কোলা নিষিদ্ধের প্রস্তাব করে শীর্ষ দুটি ব্যবসায়ী সংগঠন। -অর্থনৈতিক রিপোর্টার
×