ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান বাংলাদেশ ব্যাংক গবর্নরের

প্রকাশিত: ০৪:০১, ১ মার্চ ২০১৭

তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান বাংলাদেশ ব্যাংক গবর্নরের

পড়ালেখা শেষে চাকরির পেছনে না ঘুরে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার জন্য এখনই প্রস্তুতি নেয়ার আহ্বান জানালেন বাংলাদেশ ব্যাংকের গবর্নর ফজলে কবীর। তিনি বলেন উন্নত দেশ হতে হলে আমাদের প্রচুর উদ্যোক্তা দরকার, যাদের ছোট ছোট অভিনব উদ্যোগ খুব দ্রুত দেশকে এগিয়ে নেবে। দেশের সমস্ত ব্যাংক এখন এসব ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন করতে প্রস্তুত আছে বলেও জানান তিনি। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাব আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফজলে কবীর এসব কথা বলেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্বনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় এ অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান। তিন দিনব্যাপী অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় দেশের ২৩টি সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ৮৮টি দল অংশ নেয়। প্রতিযোগিতা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) একটি দল চ্যাম্পিয়ন এবং আরেকটি দল প্রথম রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। -বিজ্ঞপ্তি শেষ হলো প্রাণিসম্পদ সেবা সপ্তাহ প্রাণিসম্পদ সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান সোমবার কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোঃ ছায়েদুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মীর শওকত আলী বাদশা ও জেনারেল ইকোনমিক ডিভিশন পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব প্রফেসর ড. শামসুল আলম। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনা তার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের বলে দেশকে শুধু স্বয়ং সম্পূর্ণই করেন নাই দেশকে খাদ্য রফতানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, কাগজে-কলমে সেবাসপ্তাহ শেষ হয়ে গেলেও আগামীর প্রতিটি সপ্তাহ হোক প্রাণিসম্পদ সেবা সপ্তাহ। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মাকছুদুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডাঃ আইনুল হক ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডাঃ তালুকদার নুরুন্নাহার। পরে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ সমাপ্ত হয়েছে। -বিজ্ঞপ্তি
×