ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতের কাছে দুই যুবককে প্রত্যর্পণ করল পাকিস্তান

প্রকাশিত: ০৪:৪৫, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

ভারতের কাছে দুই যুবককে প্রত্যর্পণ করল পাকিস্তান

পাকিস্তান শনিবার দুই কাশ্মিরী যুবককে ভারতীয় কর্তৃপক্ষের কাছে ফেরত দিয়েছে। এ দুই যুবক দু’বছরের বেশি সময় আগে পৃথকভাবে নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব কল্ট্রোল অতিক্রম করে আজাদ জম্মুও কাশ্মীরের ভূখ-ে প্রবেশ করে ইতস্তত ঘুরে বেড়ানোর সময় তাদের আটক করা হয়। কর্মকতারা এ কথা বলেছেন। খবর ডন অনলাইনের। এক পাকিস্তানী নারী দু’দিন আগে বৃহস্পতিবার শিয়ালকোর্টের কাছে অনবধানবশত ওয়ার্কিং বাউন্ডারি অতিক্রম করার পর ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হন এবং এমনি এক সময়ে পাকিস্তানের পক্ষ থেকে দুই যুবককে ভারতের কাছে ফিরিয়ে দেয়ার এ শুভেচ্ছামূলক উদ্যোগ স্পষ্টত এক বিপরীত দৃষ্টান্ত সৃষ্টি করেছে। ২৩ বছর বয়স্ক বিলাল আহমেদ ও ২৪ বছর বয়স্ক আরফাজ ইউসুফকে মুজাফফরাবাদ থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে চাকথি-উরি ক্রসিং পয়েন্টে কামান ব্রিজে হস্তান্তর করা হয়। এ সময় দু’পক্ষের বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মকর্তারা বলেছেন, গুরেজ গ্রামের বাসিন্দা বিলাল আহমেদ ২০১৫ জুলাইয়ে নিক্রু সেক্টর থেকে এবং কুপওয়ারা গ্রামের আরফাজ ইউসুফ ২০১৪ সালের জানুয়ারিতে চিলিয়ানা সেক্টর থেকে ভুলক্রমে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে। তাদের আজাদ জম্মু ও কাশ্মীরে আটকে রাখা হয় এবং সংশ্লিষ্ট প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের প্রত্যর্পণ সম্ভব হয়। কর্মকর্তারা এ প্রত্যাবাসন প্রক্রিয়ায় কামান ব্রিজের মধ্যস্থলে জড়ো হন। এ সময় দু’পক্ষের চিকিৎসকরাও তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য উপস্থিত ছিলেন। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লেগেছে এক ঘণ্টারও বেশি। পাকিস্তানী কর্মকর্তারা দুই ঝুড়ি মিষ্টি, কাপড়-চোপড়, সোয়েটার, ব্যাগ ও জুতোর মতো উপহার সামগ্রীও নিয়ে আসেন। এগুলো তাদের দেয়া হয়। বেলালের ভাই মোহাম্মদ জাভেদ ও ইউসুফের বাবা, মোহাম্মদ ইউসুফ এসেছিলেন ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে। তারা তাদের জাবড়ে ধরে চুমো খান। এ সময় তাদের অশ্রু গড়িয়ে পড়ছিল।
×