ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৫৬, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

টুকরো খবর

শিব চতুর্দশীতে পুণ্যার্থীর ঢল ॥ মেলা শুরু স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে ৬শ’ বছরের ঐতিহ্যবাহী কচুয়ার রাঢ়ীপাড়া শিববাড়ি শিব চতুর্দশী তিথিতে হাজারো পুণ্যার্থীর ঢল নেমেছে। শুক্রবার রাত ৯টা ২৫ মিনিট থেকে শুরু হয় চলতি বছরের চতুর্দশী তিথি। আপনজনের মঙ্গল কামনায় সনাতন ধর্মাবলম্বীরা এ তিথিতে শিবস্নানসহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করেন। প্রতি বছরের মতো এবারও শিব চতুর্দশীর মেলা বসেছে। এ মেলা চলবে সাত দিন। শিববাড়ি মন্দির কমিটির সভাপতি সুবোধ সাহা ও সাধারণ সম্পাদক প্রদীপ বসু সন্তু জানান, শিবপূজা উপলক্ষে ঐতিহ্যবাহী এ মন্দির প্রাঙ্গণে দেশের ভিন্ন স্থান থেকে ভক্ত ও পুণ্যার্থী জড়ো হচ্ছেন। এখানে শিবস্নান ও পুষ্পাঞ্জলি দেবেন তারা। নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা কাজ করছে। মেলা উপলক্ষে শিববাড়ি প্রাঙ্গণে চারু-কারু, হস্ত, মনিহারিসহ গ্রামীণ নানা আয়োজনে বাহারি পসরা নিয়ে অর্ধশতাধিক দোকানপাট বসেছে। টাকা আত্মসাত মামলায় জামায়াত নেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি ॥ বন্দরে একটি মাল্টিপারপাসের চেয়ারম্যান ও জামায়াত নেতা শরীফ হোসেনকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় গাজীপুরের কোনাবাড়ির বাগানবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে নারায়ণগঞ্জ জেলার কয়েক হাজার গ্রাহকের প্রায় অর্ধকোটি টাকা আত্মসাত করে পালিয়েছিল। টাকা আত্মসাতের তিনটি মামলায় সে সাজাপ্রাপ্ত আসামি। সে ২০১০ সাল থেকে আদ্দিন মাল্টিপারপাস লি. নামক নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় প্রতিষ্ঠান করে নিরীহ গ্রাহককে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। জানা যায়, তার বিরুদ্ধে বিভিন্ন এলাকার গ্রাহকরা টাকা আত্মসাতে মামলা করে। সিআর ৭২৭/১৪, সিআর ৫১৫/১৪ ও ৫০৬/১৪ নং মামলায় তার এক বছর সাজা হয়। এছাড়া তার বিরুদ্ধে ৯৪৮/১৫, ১০৩২/১৪, ৪৫৩/১৫ ও ২৩৭/১৪ মামলাগুলো বিচারাধীন। শুক্রবার দুপুরে পুলিশ তাকে আদালতে হাজির করলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। বিপুল অস্ত্রসহ আটক ৩ নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি ॥ নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় স্থানীয় সন্ত্রাসীরা তিন মাছ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ধারালো অস্ত্রসহ তিনজনকে আটক করেছে। শুক্রবার দুপুরে নাওড়া এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র উদ্ধারসহ তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আটককৃতরা হলোÑ নাওড়া এলাকার আনোয়ার হোসেন, ইয়াজুল ইসলাম নাজমুল মিয়া। জানা যায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে স্থানীয় সন্ত্রাসী নাজমুল, রুবেল, রাজু, আব্বাস, আবুল, আনোয়ার, ইয়াজুলসহ বেশ কয়েকজন রামদা, চাপাতিসহ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে জোরপূর্বক মাছ ব্যবসায়ী মতিন মিয়ার ঘরে প্রবেশ করে। পরে মতিন মিয়াসহ তার ভাতিজা রহমান মিয়া ও জহিরুল হককে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে নাওড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নাওড়া এলাকার ইউপি সদস্য মোশারফ হোসেনের বাড়ি থেকে ১৯টি রাম দা, ২২টি টেঁটা উদ্ধারসহ ওই এলাকার আনোয়ার হোসেন, ইয়াজুল ইসলাম ও নাজমুল মিয়াকে আটক করা হয়। যাবজ্জীবনপ্রাপ্ত আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৪ ফেব্রুয়ারি ॥ মেহেরপুরে অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর রহমান (৩৫) দুটি হাতবোমাসহ গ্রেফতার হয়েছে। শুক্রবার ভোরে গাংনী উপজেলার কাথুলি সাহারবাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে লালটেপে মোড়ানো দুটি হাতবোমা উদ্ধার করা হয়। আব্দুর রহমান উপজেলার সীমান্তবর্তী খাসমহল গ্রামের মৃত সামেদ শেখের ছেলে। পুলিশ জানায়, ২০১৫ সালের ৪ মে একটি দোনালা বন্দুকসহ আব্দুর রহমান গাংনী থানা পুলিশের হাতে আটক হলে পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনের একটি মামলা দায়ের হয়। এ মামলায় গত বছরের ১৮ আগস্ট তার যাবজ্জীবন কারাদ- হয়। এরপর থেকেই আব্দুর রহমান পলাতক ছিল। তার বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য, ডাকাতিসহ ৭টি মামলা বিচারাধীন রয়েছে। হেরোইন উদ্ধার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ী থানার চর আলাতলী এলাকা থেকে বৃহস্পতিবার রাতে এক কেজি হেরোইন উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য বিশ লাখ টাকা। বিজিবির রাজশাহী সেক্টরের অধিনায়ক সোহেল উদ্দিন পাঠান জানান, গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার রেজাউল করিমের নেতৃত্বে টহল দল হেরোইন উদ্ধার করে। তবে ঘটনার সঙ্গে জড়িতরা মাদকদ্রব্য ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অগ্নিকা-ে ৫ পরিবার নিঃস্ব স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অগ্নিকা-ে কিশোরীগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের পাগলাটারী গ্রামে পাঁচ পরিবারের ১৪টি বসতঘর,আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা। ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আতাউর রহমান শাহ জানান, ঘটনার সময় মোসলেম উদ্দিনের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে মোসলেম উদ্দিনসহ গ্রামের তফছির উদ্দিন, নজির হোসেন, সুজির আলী ও সালাম মিয়ার ১৪টি টিনের ঘর দুইটি রান্নাঘরসহ ঘরে রক্ষিত মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়। মধ্যরাতে ফায়ার সার্ভিসের মহড়া স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ মহাসড়কে দুর্ঘটনাজনিত উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের কর্মীদের দক্ষতা বাড়াতে বৃহস্পতিবার মধ্যরাতে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এক মহড়ায় অংশ নেন। গাজীপুর সিটি কর্পোরেশনের নাওজার বাইপাস মোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাত ১২টায় ওই মহড়া অনুষ্ঠিত হয়। জানা যায়, গাজীপুরের শ্রীপুর, জয়দেবপুর এবং টঙ্গী স্টেশনের ৩ ইউনিটের কর্মীরা ওই মহড়ায় অংশ নেন। এ সময় রাত্রিকালীন মহাসড়ক দুর্ঘটনায় ফায়ার কর্মীদের কি কি সরঞ্জাম প্রয়োজন হয় এবং কিভাবে ব্যবহার ও দ্রুত ভিকটিমদের উদ্ধার করতে হয় সে সম্পর্কে হাতে কলমে শেখানো হয়। দিনদুপুরে ছিনতাই নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি ॥ নারায়ণগঞ্জে রূপগঞ্জে দিনদুপুরে সোহেল মিয়া নামে এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা ছিনতাই করে নিয়ে গেছে এক মাদক বিক্রেতাসহ তার লোকজন। শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ইছাপুড়া এলাকায় ঘটে এ ঘটনা। ব্যবসায়ী সোহেল মিয়া জানান, তিনি ইছাপুড়া বাজারে বিকাশের দোকান থেকে টাকা উত্তোলন করে পূর্বাচল উপশহরে ফিরছিলেন। পথিমধ্যে কাদিরারটেক এলাকার মাদক বিক্রেতা ইয়াবা সুমনসহ তার লোকজন সোহেল মিয়াকে আটক করে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।
×