ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বাউয়েটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

প্রকাশিত: ০৪:৪৩, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

বাউয়েটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে মঙ্গলবার বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। সকাল সাড়ে ৮টায় বিশ^বিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব) এএইচএম শহীদউল্লাহ, এবং অতিরিক্ত রেজিস্ট্রার ড. মোঃ মোশারফ হোসেন জাতীয় ও বিশ^বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন এবং অর্ধনমিত রাখেন। জাতীয় পতাকাকে সালাম প্রদান, প্রভাতফেরি করে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের শিক্ষকম-লী, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বে প্রভাতফেরি শেষে বিশ^বিদ্যালয়ের ১নং ভবনে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এএইচএম শহীদউল্লাহ। বিশ^বিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার, শিক্ষকম-লী ও ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন রসায়ন বিভাগের প্রভাষক মোঃ মইনুল ইসলাম। -বিজ্ঞপ্তি
×