ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে একুশের কর্মসূচী বর্জন করেছে আওয়ামী লীগ

প্রকাশিত: ০৪:৫৯, ২২ ফেব্রুয়ারি ২০১৭

জয়পুরহাটে একুশের কর্মসূচী বর্জন করেছে আওয়ামী লীগ

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২১ ফেব্রুয়ারি ॥ একুশের কর্মসূচীতে জেলা প্রশাসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু ও জেলা আওয়ামী লীগের সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগে মঙ্গলবার একুশের বিকেলের কর্মসূচী বর্জন করেছে আওয়ামী লীগ। জেলা প্রশাসক আব্দুর রহিম বলেছেন, আমরা তাদের ডেকেছি। তারা না এলে তো আমাদের করার কিছু নেই। জানা যায়, একুশের প্রথম কর্মসূচী জয়পুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক দেয়ার জন্য এবার জেলা প্রশাসন নতুন কিছু নিয়ম আরোপ করে। শহীদ মিনার পাদদেশে পুষ্পমাল্য অর্পণের ক্ষেত্রে ক্রমানুযায়ী অনুযায়ী ১নং আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগকে ৬ নং এ রাখা হয়। এ তালিকা আওয়ামী লীগ জানতে পারায় ক্ষুব্ধ হয় তারা। সে কারণে তারা রাত ১২টা ১ মিনিটের পরিবর্তে ৩০মিনিট পর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আওয়ামী লীগ পুষ্পমাল্য প্রদান করেন শহীদ মিনার পাদদেশে। জেলা প্রশাসনের এমন অসৌজন্যমূলক ও অসম্মানজনক আচরণের প্রতিবাদে আওয়ামী লীগ মঙ্গলবার বিকেলের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচী বর্জন করে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ এ্যাডভোকেট সামছুল আলম দুদু জানান, প্রচলিত প্রথাকে ভেঙ্গে জেলা প্রশাসন আমাদের অসম্মান করে এমন ক্রমতালিকা করেছে। যারা অসম্মান করে তাদের কর্মসূচীতে যাওয়া যায় না। এদিকে জেলা প্রশাসক আব্দুর রহিম জানান, মাইকে সংসদ সদস্যকে ডাকা হয়েছে। তিনি না এলে কি করা যাবে।
×