ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে দুই শিশু হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:১৭, ২১ ফেব্রুয়ারি ২০১৭

চাঁপাইয়ে দুই শিশু হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ ফতেপুর মহল্লার দুই শিশু সুমাইয়া খাতুন মেঘলা ও মেহজাবিন আক্তার মালিহা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে রবিবার সকালে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করে স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে নারী-পুরুষসহ ওই এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। সমাবেশ শেষে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান করে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তারা বলেন, মেঘলা ও মালিহা হত্যাকা-ের পর এলাকাবাসী আতঙ্কিত ও ক্ষুব্ধ। তাদের সন্তানদের নিয়ে প্রতি মুহূর্তে আতঙ্কে চলাফেরা করছে। এই পৈশাচিক হত্যাকা-ের পর থেকে মেঘলা ও মালিহার বাবা-মাসহ পুরো এলাকাবাসী স্তব্ধ, ক্ষুব্ধ। বক্তারা মেঘলা ও মালিহা হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। আত্রাইয়ে বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২০ ফেব্রুয়ারি ॥ সোমবার দুপুর ২টায় আত্রাই উপজেলার পার কাসুন্দা এলাকায় হানা দিয়ে বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী সেকেন্দার আলী নামে তালিকাভুক্ত এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, জেএমবি সেকেন্দার আলী ২০০৪ সালে জেএমবি নেতা বাংলা ভাইয়ের সঙ্গে সর্বহারা নিধনের নামে এলাকায় হত্যাযজ্ঞ, মারপিট, লুটতরাজ, ভাংচুরে মেতে ওঠে। দীর্ঘদিন ধরে সেকেন্দার আলী পলাতক ছিল। গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে ও কালীগঞ্জে তিতাস গ্যাসের ভ্রাম্যমাণ আদালত সোমবার অভিযান চালিয়ে তিন সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও পাইপ লাইন অপসারণ করেছে। আদালত এ সময় এক অবৈধ গ্রাহককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদ-াদেশ প্রদান করেন। জানা গেছে, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অবৈধ পাইপ লাইন অপসারণ অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত শ্রীপুর উপজেলার গিলারচালা, আনছার রোড, ছাপিলাপাড়া ও চন্নাপাড়া এলাকার ৪টি স্পটে তিতাস গ্যাস টিএ্যান্ডডি কোং লিমিটেডের গাজীপুর ও ভালুকা জোনাল বিপণন অফিসের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আর্সেনিক মিউটেশন কর্মশালা নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা ২০ ফেব্রুয়ারি ॥ আর্সেনিক মিউটেশনে সরকারী ও বেসরকারী সংস্থার ভূমিকা শীর্ষক কর্মশালা উপজেলা হলরুমে সোমবার সকালে ইউএনও নিজাম উদ্দীন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আ খ ম শফিকুল হক। অন্যানের মধ্যে বক্তব্য করেনÑ উপজেলা মৎস্য কর্মকর্তা দীলিপ কুমার সরকার, কৃষি কর্মকর্তা মফিজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তাং, নারী প্রগতি সংঘের সমন্বয়ক মুক্তি মহানায়ক প্রমুখ। সেমিনারে আর্সেনিকের কুফল ও এর থেকে পরিত্রাণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। কচুয়ায় মাঠ দিবস নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর ২০ ফেব্রুয়ারি ॥ কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উন্নত জাতের বীজ সংরক্ষণ ও বিতরণের মধ্য দিয়ে কচুয়ায় মাঠ দিবস হয়েছে। সোমবার বিকেলে বিতারা ইউনিয়নের খলাগাঁও মাঠে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে স্থানীয় কৃষকদের নিয়ে সরিষা প্রদশর্নীর মাঠ দিবসের আয়োজন করা হয়। মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেনÑ উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির। বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার মোঃ আহসান হাবিব, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিনয় ভূষণ দাস, উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শহীদ উল্যাহ, ফারুকুল ইসলাম, কৃষক মনির হোসেন ও শাহজালাল প্রমুখ।
×