ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বিশ্বজিৎ হত্যা মামলা

মৃত্যুদপ্রাপ্তদের আপীল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত

প্রকাশিত: ০৮:৩০, ২০ ফেব্রুয়ারি ২০১৭

মৃত্যুদপ্রাপ্তদের আপীল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত

স্টাফ রিপোর্টার ॥ বহুল আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলায় হাইকোর্টে মৃত্যুদ-প্রাপ্তদের ডেথ রেফারেন্স ও দণ্ডপ্রাপ্ত আসামিদের আপীল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। রবিবার হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রধান বিচারপতির নির্দেশে অগ্রাধিকার ভিত্তিতে বিশ্বজিৎ হত্যা মামলার পেপারবুক প্রস্তুত করা হয়। নিয়ম অনুযায়ী এখন প্রধান বিচারপতি এই মামলার ডেথ রেফারেন্স ও আপীল শুনানির জন্য হাইকোর্টের একটি বেঞ্চ ঠিক করে দেবেন। মৃত্যুদ-প্রাপ্তরা হলেন- রফিকুল ইসলাম শাকিল, মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জি এম রাশেদুজ্জামান শাওন, সাইফুল ইসলাম, কাইয়ুম মিঞা টিপু, রাজন তালুকদার এবং মীর মোঃ নূরে আলম লিমন। এছাড়া যাবজ্জীবন কারাদ-প্রাপ্তরা হলেন- এএইচএম কিবরিয়া, ইউনুস আলী, তারিক বিন জোহর তমাল, গোলাম মোস্তফা, আলাউদ্দিন, ওবায়দুল কাদের তাহসিন, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল-আমিন, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, মোশাররফ হোসেন ও কামরুল হাসান। ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে ছাত্রলীগের একটি মিছিল থেকে পুলিশ, সাংবাদিক ও শত শত মানুষের সামনে কুপিয়ে এবং পিটিয়ে দর্জি দোকানি বিশ্বজিৎকে হত্যা করা হয়।
×