ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

থাইল্যান্ড উৎসবে বাংলাদেশের পাপেট দল

প্রকাশিত: ০৫:০৪, ২০ ফেব্রুয়ারি ২০১৭

থাইল্যান্ড উৎসবে বাংলাদেশের পাপেট দল

স্টাফ রিপোর্টার ॥ থাইল্যান্ড হারমনি ওয়ার্ল্ড পাপেট উৎসবে যোগ দিচ্ছে ‘বাংলাদেশের পুতুলনাট্য গবেষণা ও উন্নয়ন কেন্দ্র’। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং সহায়তায় রবিবার কেন্দ্রের ১০ সদস্যের পুতুন নাট্যদল থাইল্যান্ডের উদ্দেশে যাত্রা করে। দলের নেতৃত্ব দিচ্ছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং সমন্বয়ের দায়িত্ব পালন করছেন এরশাদ হাসান। জানা যায়, আগামীকাল ২১ ফেব্রুয়ারি রাত ৮টায় (স্থানীয় সময়) কাঞ্চনাবুর ই সিংহা প্লেস মঞ্চে অভিনীত হবে ‘অকৃতজ্ঞের সাজা’ (বন্দে আলী মিয়ার কর্মফল গল্প অনুসরণে) এবং ‘টুনটুনি ও নাককাটা রাজা’র গল্প (উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, জসীম উদ্দীন অনুসরণে)। নানি-নাতির গল্প কথনের ছলে আরও পরিবেশিত হবে একাল ও সেকালের দুটি গীতিনৃত্য। শুরুতেই পরিবেশন করা হবে ভাষার গান। দলের অন্য সদস্যরা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী নওরীন নিপু, হৃদয় বসাক, বৈজয়ন্তী খীসা, আহসান মহিউদ্দিন, শুভ ম-ল, নিতাই কর্মকার, অর্থী দাস, কাজী জাওয়াদ অন্তু। সুর, সঙ্গীত পরিকল্পনা ও অভিনয় ফাহমিদা মল্লিক মিতা। গবেষণা, পা-ুলিপি, পরিকল্পনা ও প্রয়োগে ড. রশীদ হারুন।
×