ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুর্নীতির অভিযোগ স্যামসাংয়ের ভাইস চেয়ারম্যান গ্রেফতার

প্রকাশিত: ০৬:১০, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

দুর্নীতির অভিযোগ স্যামসাংয়ের ভাইস চেয়ারম্যান গ্রেফতার

স্যামসাং গ্রুপের ভাইস চেয়ারম্যান লি জি ইয়ংকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে দক্ষিণ কোরিয়ার পুলিশ। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই যে কেলেঙ্কারিতে অভিশংসনের শিকার হয়েছিলেন তার সঙ্গে জি ইয়ংয়ের মামলার সম্পর্ক রয়েছে। স্যামসাংয়ের বিরুদ্ধে সরকারী সুযোগ-সুবিধার বিনিময়ে প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের বান্ধবী চোই সুন সিল পরিচালিত ফাউন্ডেশনগুলোতে অনুদান দেয়ার অভিযোগ আছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে জি ইয়ং ও তার স্যামসাং কোম্পানি। স্যামসাংয়ের কর্ণধার লি কুন হি’র ছেলে এবং প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা লি জি ইয়ংকে প্রথম জিজ্ঞাসাবাদ করা হয় জানুয়ারিতে। -ওয়েবসাইট দুর্যোগ মোকাবেলায় ড্রোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় টোকিও’র অত্যন্ত জনবহুল শিনজুকু এলাকায় স্পীকারযুক্ত বিশেষ ড্রোনের পরীক্ষা চালিয়েছে জাপান। প্রাকৃতিক দুর্যোগগুলোর কথা বিবেচনা করে তা মোকাবেলায় নিজেদের প্রস্তুত করতে আকাশ পথকে কিভাবে কাজে লাগানো যায় তা নিয়েই পরীক্ষায় নেমেছে দেশটি। পরীক্ষার সময় এর জন্য বিশেষ রেডিও চ্যানেল তৈরি করা হয়েছে। স্পীকারযুক্ত বিশেষ ড্রোনগুলো দুর্যোগের সময় দেশটির নাগরিকদের নিকটবর্তী আশ্রয়কেন্দ্রের পথ দেখাতে সহায়ক হতে পারে। শুধু তাই নয়, উঁচু ভবনের আশপাশে বাতাসের গতিবেগ এবং নিচের রাস্তার ছবিও তুলতে পারে এই ড্রোন। - সিনেট
×