ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

খালেদার সাজা হলে বিএনপি বিভক্ত হয়ে নির্বাচনে অংশ নেবে ॥ কামরুল

প্রকাশিত: ০৭:৩৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

খালেদার সাজা হলে বিএনপি বিভক্ত হয়ে নির্বাচনে অংশ নেবে ॥ কামরুল

স্টাফ রিপোর্টার ॥ খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার সাজা হলে বিএনপি দুই-তিন ভাগে বিভক্ত হয়েই আগামী নির্বাচনে অংশ নেবে। বিএনপি দেশের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেই সরকারের যে কোন উদ্যোগের সমালোচনা করে। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ এনেক্স ভবনের একটি রেস্টুরেন্টে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসবে। শুধু সমালোচনার খাতিরে তারা সমালোচনা করছে। গোপনে তারা জঙ্গীবাদের মদদ দিচ্ছে, গোপনে তারা সন্ত্রাসের মদদ দিচ্ছে। তারা হয়ত আরেকবার আগুন সন্ত্রাসের জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, নির্বাচন বানচাল করার শক্তি বিএনপির নেই। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি আবু আহমেদ মন্নাফী, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, আবদুল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন বক্তব্য রাখেন। ষড়যন্ত্রকারীদের পরাজয় হবেই- শামীম ॥ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, ষড়যন্ত্রকারীরা সব সময় পরাজিত হয়। ওয়ান-ইলেভেনে আওয়ামী লীগকে ভাঙ্গার চেষ্টা করা হয়েছে। শেখ হাসিনাকে মাইনাস করার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু শেখ হাসিনার প্রশ্নে আপোসহীন দেশের কোটি কোটি মানুষের কারণে ষড়যন্ত্রকারীরা সফল হয়নি। বৃহস্পতিবার ধানম-িতে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দীন নদভীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুরুল আফসার, সাতকানিয়া উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ লিটন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার কামাল, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ গনি সম্রাট ও সাবেক সাধারণ সম্পাদক এসএম আবদুল জব্বার।
×