ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশীরা টেম্পোরারি পাস নিতে পারবে

প্রকাশিত: ০৪:৪৯, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশীরা টেম্পোরারি পাস নিতে পারবে

স্টাফ রিপোর্টার ॥ মালয়েশিয়ায় বসবাসকারী কাগজপত্রহীন কর্মীদের ইমিগ্রেশন কর্তৃক ই-কার্ড (টেম্পোরারি পাস) নেয়ার পরামর্শ দিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনের লেবার কাউন্সিলর সায়েদুল ইসলাম বুধবার এ খবর নিশ্চিত করেছে। লেবার কাউন্সিলর জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুশ্রী নাজিব তুন রাজাকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটিতে বসবাসকারী বাংলাদেশী কাগজপত্রহীন কর্মীদের বৈধতার আওতায় আনার অনুরোধ করেছেন। প্রধানমন্ত্রী কথা বলার পর মালয়েশিয়া সরকার ১৫ ফেব্রুয়ারি থেকে এই ই-কার্ড (টেম্পোরারি পাস) কার্যক্রম শুরু করেছে। এটি চলমান রি-হায়ারিং প্রোগ্রামেরই একটি অংশ। যাদের কোন প্রকার কাগজপত্র নেই তাদের ডকুমেন্ট দেয়ার জন্য দু’ধরনের টেম্পোরারি পাস দেয়া হবে। প্রথমত, যাদের কোন ধরনের কাগজপত্র নেই তারা মালিকের সহায়তায় ইমিগ্রেশন ডিপার্টমেন্টে গেলে তাদের একটি ‘লাল’ টেম্পোরারি পাস দেয়া দেবে। পরে সেই কার্ডটি নিয়ে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে পাসপোর্ট নিতে পারবেন। পাসপোর্ট নেয়ার পর আবারও মালয়েশিয়া ইমিগ্রেশনে গেলে তাদের নীল টেম্পোরারি পাস দেয়া দেবে। এই কার্ডের মেয়াদ হবে এক বছর। চলমান রি-হায়ারিং প্রোগ্রামের অন্তর্ভুক্ত হয়ে কর্মীরা বৈধ হতে পারবেন। পুলিশী ঝামেলা এড়াতে ও নির্বিঘেœ কাজ করতে কাগজপত্রহীন কর্মীরা এ সুযোগ নিয়ে দেশটিতে বৈধভাবে বেশি বেতনে কাজ করার সুযোগ পাবেন। অন্যদিকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে ঘোষণা করা হয়েছে, নিয়োগ কর্তাদের কোন এজেন্ট বা দালাল দিয়ে ই-কার্ডের নিবন্ধন করতে পারবেন না। যার কার্ড তাকেই করতে করতে হবে। এই ই-কার্ডের মেয়াদ ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত হবে।
×