ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রসহ নিহত ৬

প্রকাশিত: ০৪:৪৮, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রসহ নিহত ৬

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বৃহস্পতিবার সন্ধ্যায় শাজাহানপুর উপজেলার লিচুতলা এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। নিহতরা হলো- শরিফা সুলতানা (৫০), আবুল কালাম আজাদ (৪৫) ও সাইফুল ইসলাম (৩৩)। পুলিশ জানায়, সন্ধ্যার দিকে লিচুতলা এলাকায় বগুড়ার গাবতলি উপজেলা গামী একটি সিএনজিচালিত অটোরিক্সার সঙ্গে বগুড়া শহরের দিক আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত জুঁই, গিনি বেগম ও সোনাবানু নামে ৩ অটেরিক্সা যাত্রীকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এদিকে বগুড়ার শেরপুর ও শাজাহানপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রসহ ৩ জন নিহত হয়েছে। বুধবার রাতে ও বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- কলেজ ছাত্র মেহদী হাসান (১৯) ও রকিুবল হাসান রকি (১৯) এবং চাল ব্যবসায়ী রিপন (৩০)। জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকায় মোটরসাইকেল নিয়ে দুই কলেজ ছাত্র রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রই গুরুতর আহত হয়। এদের একজন বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের নেয়ার পর ও অন্যজন ঢাকায় নেয়ার পথে মারা যায়। নিহত দুই কলেজ ছাত্র ডেমাজানী কমর উদ্দিন ইসলামিয়া ডিগ্রী কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিল। অপরদিকে ঢাকা শেরপুর উপজেলার মালবাহী ট্রাক ও ভটভটির সংঘর্ষে চাল ব্যবসায়ী রিপন (৩০) নিহত ও ৩ জন আহত হয়েছে। ভূঞাপুরে শিক্ষক সংবাদদাতা, ভূঞাপুর, টাঙ্গাইল থেকে জানান, ভূঞাপুর বঙ্গবন্ধু সেতু সড়কে ছাব্বিসা নামক স্থানে সিএনজি চালিত অটোরিক্সা-ট্রাক সংঘর্ষে শহিদুল ইসলাম শামীম নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার সময় ভূঞাপুর থেকে সিএনজি অটোরিক্সা যোগে কর্মস্থল জুঙ্গীপুর রুলিপাড়া উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে অপর প্রান্ত থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আহত হয় কয়েক যাত্রী। গুরুতর অবস্থায় শিক্ষক শহিদুল ইসলাম শামীমকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পাবনায় স্কুলছাত্র নিজস্ব সংবাদদাতা পাবনা থেকে জানান, স্কুল থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ষষ্ঠ শ্রেণীর ছাত্র রনি নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মালঞ্চি ইউনিয়নের ঝবঝবিয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত রনি সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের আলম শেখের ছেলে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটি ভাংচুর করে। যাত্রীবাহী বাস খালে ॥ বেঁচে গেল ৫৪ পরীক্ষার্থী স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে জানান, চকরিয়ায় দাখিল পরীক্ষার্থীদের বহনকারী একটি বাস খালে পড়ে গেলেও ভাগ্যক্রমে বেঁচে গেছে ৫৪ পরীক্ষার্থী। ১৬ পরীক্ষার্থী হালকাভাবে আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বদরখালী-মহেশখালী সড়কের ইলিশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক উদ্ধার হওয়ায় ওই গাড়িতে থাকা ৫৪ পরীক্ষার্থী অক্ষত আছে।
×