ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মেয়রের ফেসবুক আইডি দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

প্রকাশিত: ০৪:৪২, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

মেয়রের ফেসবুক আইডি দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে জনপ্রতিনিধির ফেসবুক আইডির পাসওয়ার্ড চুরি করে ফায়দা হাসিলে নেমেছে একটি চক্র। এরই মধ্যে অসচেতন একাধিক ফেসবুক আইডির ব্যবহারকারীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের টাকা। গত মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মু-ুমালা পৌর মেয়র গোলাম রাব্বানীর ফেসবুক এ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। বিষয়টি জানতে পেরে বুধবার সকালে সাধারণ ডায়েরি করেছেন গোলাম রাব্বানী। জানা গেছে, প্রতারক চক্রটি মেয়র গোলাম রাব্বানীর ফেসবুক আইডি ব্যবহার করে ম্যানেঞ্জারের ইনবক্সের মাধ্যমে বিভিন্ন জনের কাছে বিভিন্ন কৌশলে টাকা চায়। এর মধ্যে মঙ্গলবার রাতেই দুই ব্যক্তি প্রতারক চক্রের দেয়া বিকাশ নম্বরে টাকা দিয়ে পাঠিয়ে শিকার হন। গোলাম রাব্বানী বলেন, মঙ্গলবার রাত ৮টার পর থেকে পরিচিতরা মোবাইল ফোনে আমাকে টাকা চাওয়ার বিষয়টি অবহিত করেন। এরপর তিনি জানতে পারেন, তার ফেসবুক এ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছেন। এরপরে নিজের ফেসবুক আইডিতে প্রবেশ করতে চাইলে ব্যর্থ হন তিনি। প্রতারক চক্রটি তার ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলেছে। মু-ুমালা পৌর কর্মচারী রুবেল জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় তিনি ফেসবুকে এমন সময় মেয়রের আইডি থেকে একটি ম্যাসেজ আসে। তাতে বাংলায় লেখা ‘রুবেল আমি জরুরি মিটিংয়ে আছি, একটু উপকার করা লাগবে। তিন হাজার টাকা প্রয়োজন- ০১৭৭৭৭৫২৭৩১ এ মোবাইল নম্বরে এখুনি বিকাশ করে টাকা পাঠাও। সে ম্যাসেজ দেখে সঙ্গে সঙ্গে তিন হাজার টাকা পাঠিয়ে দেন।
×