ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৪:৩৩, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে তিতাস গ্যাসের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও পাইপ লাইন অপসারণ করেছে। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজা এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। তিতাস গ্যাসের গাজীপুর জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক ছাব্বের আহমেদ চৌধুরী জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অবৈধ পাইপ লাইন অপসারণ অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল থেকে গাজীপুরে শ্রীপুরের মাওনা মধ্যপাড়া এলাকার কয়েকটি স্পটে তিতাস গ্যাস টি এন্ড ডি কোং লিমিটেডের গাজীপুর ও ভালুকা জোনাল বিপণন অফিসের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ১৯০টি বাড়ির ২৯০টি অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অবৈধভাবে স্থাপিত ২ ইঞ্চি ও ১ ইঞ্চি ব্যাসের পাইপ লাইনের সংযোগস্থলসহ প্রায় ১৮০০ মিটার পাইপ অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবর পেয়ে এ সময় অন্যান্য অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যায়। জীবনানন্দ মেলার উদ্বোধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ রূপসী বাংলার কবি জীবনানন্দ দাসের ১১৭তম জন্মজয়ন্তি উপলক্ষে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় নগরীর সরকারী ব্রজমোহন কলেজ (বিএম) মাঠে ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ জিয়াউল হক। উত্তরন সাংস্কৃতিক সংগঠন বিএম কলেজ শাখার আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি ও জীবনানন্দ দাসের প্রতিকৃর্তিতে পুষ্পার্ঘ্য অর্পন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএম কলেজের অধ্যক্ষ স.ম ইমানুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি ম-লীর সদস্য সৈয়দ দুলাল, দিদারুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএম কলেজের সহকারী অধ্যাপক রনজিত মল্লিক, কবি মোশতাক আল মেহেদী প্রমুখ।
×