ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ইউজিসি ও ৩৭টি পাবলিক ভার্সিটির মধ্যে চুক্তি সই

প্রকাশিত: ০৪:৫০, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

ইউজিসি ও ৩৭টি পাবলিক ভার্সিটির মধ্যে চুক্তি সই

৩৭টি পাবলিক বিশ^বিদ্যালয় স্ব-স্ব প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা এবং গবেষণায় উৎকর্ষতা সাধন এবং সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের সঙ্গে মঙ্গলবার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেছে। ইউজিসি অডিটরিয়ামে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদস্য ইউজিসি প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা। সভাপতিত্ব করেন প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি, সদস্য, ইউজিসি। ইউজিসি’র পক্ষে সামছুল আলম, ভারপ্রাপ্ত সচিব, ইউজিসি এবং ৩৭টি পাবলিক বিশ^বিদ্যালয়ের পক্ষে তাদের প্রতিনিধিবৃন্দ চুক্তিতে স্বাক্ষর করেন। মিজানূর রহমান, এফসিএমএ, পরিচালক, অর্থ ও হিসাব বিভাগ, ইউজিসি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। প্রফেসর আবদুল মান্নান সকলকে সততা, নিষ্ঠা, একাগ্রতা এবং সর্বোত্তম আচরণের মাধ্যমে উচ্চশিক্ষা ও গবেষণায় উৎকর্ষতা সাধন এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আহ্বান জানান। -বিজ্ঞপ্তি বাংলাদেশ ও নেপাল তথ্য কমিশনের সমঝোতা স্মারক স্বাক্ষর আজ ন্যাশনাল ইনফরমেশন কমিশন, নেপাল ও ইনফরমেশন কমিশন, বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান আজ বুধবার বেলা ১১টায় তথ্য কমিশন কার্যালয়, প্রত্নতত্ত্ব ভবন (তৃতীয় তলা), এফ-৪/এ, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে। নেপালের প্রধান তথ্য কমিশনার কৃষ্ণ হরি বাসকোটা ও বাংলাদেশের প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মোঃ গোলাম রহমান উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন। স্বাক্ষর অনুষ্ঠান শেষে তথ্য অধিকার বিষয়ক দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হবে। -বিজ্ঞপ্তি
×