ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ভোলায় মেজর (অব) হাফিজকে অবাঞ্ছিত ঘোষণা

প্রকাশিত: ০৪:৪২, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

ভোলায় মেজর (অব) হাফিজকে অবাঞ্ছিত ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৪ ফেব্রুয়ারি ॥ আগামী ১৮ ফেব্রুয়ারি ভোলা জেলা বিএনপির সম্মেলনকে সামনে রেখে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ১/১১ এর সময় কেন্দ্রীয় বিএনপির অফিস দখলকারী হাফিজের আত্মীয় স্বজনদের সমন্বয়ে পকেট কমিটির মাধ্যমে জেলা সম্মেলন করা হলে ত্যাগী নেতাকর্মীদের রক্তের উপর দিয়ে করতে হবে বলে হুঁশিয়ারি করা হয়। মঙ্গলবার দুপুরে ভোলা প্রেসক্লাবে এক সম্মেলন করে লালমোহন ও প্রস্তাবিত তজুমদ্দিন ও লালমোহন উপজেলার বিএনপির নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। এতে করে ভোলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। তজুমদ্দিন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রস্তাবিত নতুন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান সাংবাদিক সম্মেলনে তারা নিজেদের মূল ধারার বিএনপির নেতকর্র্মী উল্লেখ করে বলেন, বিএনপির নেতা মেজর হাফিজ সংস্কারবাদী নেতা। তার বিতর্কিত কর্মকা-ের জন্য ভয়ে ৬ বছর এলাকায় আসেনি। ১/১১ এর সময় কেন্দ্রীয় বিএনপি কার্যালয় দখলকারী তার আত্মীয় স্বজনদের নিয়ে এলাকার বাইরে বসে তজুমদ্দিন ও লালমোহন উপজেলা বিএনপির পকেট কমিটি গঠন করে। ইতোপূর্বেও তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। খুলনায় বিএনপি অফিসে তালা স্টাফ রিপোর্টার খুলনা থেকে জানান, বিএনপির খুলনা জেলা কমিটিতে আমির এজাজ খানকে সাধারণ সম্পাদক করার প্রতিবাদে এবং তাকে ওই পদ থেকে অপসারণের দাবিতে জেলা বিএনপির এক অংশের নেতাকর্মীরা মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ করেছেন। তারা বিএনপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন এবং নয়া সাধারণ সম্পাদকের কুশপুতুল দাহ করেছেন। খুলনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনাকে সভাপতি এবং আমির এজাজ খানকে সাধারণ সম্পাদক করে সোমবার খুলনা জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্র থেকে কমিটি ঘোষণার এক দিন পরই বিক্ষোভে ফুঁসে উঠেছে জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। আন্দোলন-সংগ্রামে রাজপথে না থাকা এবং দলীয় কর্মকা-ে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে তারা আমির এজাজ খানকে সাধারণ সম্পাদক পদ থেকে অপসারণের দাবিতে মঙ্গলবার সকাল ১০টা থেকে নগরীর কেডিঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশ শেষে বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিএনপির জেলা ও মহানগর অফিসের গেটে তালা ঝুলিয়ে দেন। একই সঙ্গে তারা সদ্য ঘোষিত সাধারণ সম্পাদক আমির এজাজ খানকে অবাঞ্ছিত ঘোষণা করে তার কুশপুতুল দাহ করেন। বিক্ষোভকারী নেতাকর্মীদের দাবি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক থাকা কালে আমির এজাজ খান আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন না। দলীয় কর্মকা-ে নিষ্ক্রিয় এমন ব্যক্তিকে খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে তারা মেনে নেবেন না। অবিলম্বে সাধারণ সম্পাদক পদে পরিবর্তন ও সক্রিয় নেতাদের কমিটিতে অন্তর্র্ভুক্ত করা না হলে দলীয় কর্মসূচীতে জেলা বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন না বলে তারা ঘোষণা দিয়েছেন।
×