ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে আগুনে পুড়ে ১৩ জনের মৃত্যু ॥ তদন্তে দুই কমিটি

প্রকাশিত: ০৫:০৩, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

ফরিদপুরে আগুনে পুড়ে ১৩ জনের মৃত্যু ॥ তদন্তে দুই কমিটি

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৩ ফেব্রুয়ারি ॥ নগরকান্দা উপজেলার গজারিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে আগুনে পুড়ে ১৩ জনের মৃত্যুর ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশের উদ্যোগে দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামানকে আহ্বায়ক করে জেলা প্রশাসনের উদ্যোগে সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন নগরকান্দার ইউএনও আব্দুল আজিজ, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন, সহকারী পুলিশ সুপার ভাঙ্গা হাইওয়ে থানা গোলাম মোহাম্মদ, ফরিদপুর জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ কনসালটেন্ট ঊষা রঞ্জন চক্রবর্তী, বিআরটিএর সহকারী পরিচালক আতিকুল ইসলাম ও ফরিদপুর দমকল বাহিনীর সহকারী পরিচালক এবিএম মমতাজউদ্দিন। এডিএম মনিরুজ্জামান বলেন, রবিবার বিকেল থেকে গঠিত এ কমিটি কাজ শুরু করেছে। রবিবার বিকেল ও রাতে কমিটির সদস্যরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। কমিটির সদস্যরা এলাকাবাসীর বক্তব্য গ্রহণ করেছেন। এছাড়া মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভাঙ্গা হাইওয়ে থানা পরিদর্শন করেছেন। এই কমিটিকে তিন দিনের মধ্যে অর্থাৎ মঙ্গলবারের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিকে মাদারীপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমানকে আহ্বায়ক করে চার সদস্যবিশিষ্ট আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে হাইওয়ে পুলিশ। এই কমিটির অপর সদস্যরা হলেন হাইওয়ে পুলিশ মাদারীপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার গোলাম মোহাম্মদ, ভাঙ্গা হাইওয়ে থানার ওসি এজাজুল ইসলাম ও নগরকান্দা থানার ওসি এএফএম নাসিম।
×