ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সিসি ক্যামেরার নজরদারিতে ভূমি অফিস

প্রকাশিত: ০৪:১৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

সিসি ক্যামেরার নজরদারিতে ভূমি অফিস

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দালালদের দৌরাত্ম ও সেবা গ্রহীতাদের ভোগান্তি কমাতে ভূমি অফিসগুলোর কার্যক্রমে নজরদারি করা হবে মন্ত্রণালয় থেকে। সে জন্য বসানো হবে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। রবিবার দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের এ তথ্য জানান ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ভূমি প্রতিমন্ত্রী রবিবার দুপুরে পরিদর্শন করেন চট্টগ্রামের হাটহাজারীর চিকনদ-ী ভূমি অফিস। এ সময় তিনি নিবন্ধন বই এবং বিভিন্ন কাগজপত্র পরীক্ষা করে দেখেন। শোনেন সেবা গ্রহীতাদের কাছ থেকে অভিযোগও। অনেকেই ভূমি অফিসে এসে দালালদের দৌরাত্ম ও হয়রানির অভিযোগ আনেন। মন্ত্রী ভূমি কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সতর্ক করে দেন। তিনি স্বীকার করেন যে, অনেক জায়গা থেকেই হযরানির অভিযোগ পাওয়া যাচ্ছে।
×