ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিড জনসন কিনে নিচ্ছে রেকিট বেনকিজার

প্রকাশিত: ০৫:১৭, ১২ ফেব্রুয়ারি ২০১৭

মিড জনসন কিনে নিচ্ছে রেকিট বেনকিজার

যুক্তরাষ্ট্রের শিশু খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান মিড জনসনকে কিনতে সম্মত হয়েছে যুক্তরাজ্যের কোম্পানি রেকিট বেনকিজার লিমিটেড। কোম্পানিটি ১৬.৬ বিলিয়ন ডলারের বিনিময়ে এই মালিকানা কিনে নিচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মিড জনসন মূলত শিশু খাদ্য প্রস্তুত করে এনফা ব্র্যান্ড নামে পণ্য বাজারজাত করে। ২০১৬ সাল শেষে কোম্পানিটির মোট বিক্রির পরিমাণ ছিল ৩.৭ বিলিয়ন ডলার। তবে কোম্পানিটি কিনে নিতে রেকিট বেনকিজারের মোট খরচ হচ্ছে ১৭.৯ বিলিয়ন ডলার। কারণ, কিছু ঋণ রয়েছে গেছে মিড জনসনের। যার দায় নিতে হচ্ছে রেকিটের। মিড জনসনের চেয়ারম্যান জেমস কোরনিলিয়াস বলেন, সর্বোচ্চ দরে শেয়ার দেয়া হয়েছে। তারা প্রতিষ্ঠানির শেয়ার ২৯ শতাংশ বেশি দিয়ে ৯০ ডলারের কিনেছেন। -অর্থনৈতিক রিপোর্টার
×