ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

অবিলম্বে সাগর-রুনি হত্যার বিচার না হলে কঠোর আন্দোলন

প্রকাশিত: ০৪:১৩, ১২ ফেব্রুয়ারি ২০১৭

অবিলম্বে সাগর-রুনি হত্যার বিচার না হলে কঠোর আন্দোলন

স্টাফ রিপোর্টার ॥ অবিলম্বে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার দাবি করে সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, তা না হলে রাজপথে কঠোর আন্দোলন শুরু করা হবে। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ সরকারের কাছে এ দাবি জানান। এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। উল্লেখ্য, পাঁচ বছর আগে সাগর-রুনি হত্যার পর ঢাকা রিপোর্টার্স ইউনিটি দেশব্যাপী আন্দোলন জোরদার করলে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী যত দ্রুত সম্ভব এ হত্যাকা-ের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন। এর পর দফায় দফায় বেশ কয়েকবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ হত্যাকা-ের বিচারের আশ্বাস দিলেও এখন পর্যন্ত বিচার না হওয়ায় গোটা সাংবাদিক সমাজে হতাশা দেখা দেয়। এরই প্রেক্ষিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির বর্তমান কমিটি সব দলমতের সাংবাদিকদের এক প্লাটফর্মে এনে শনিবার থেকে নতুন উদ্যমে আন্দোলন শুরু করে। প্রতিবাদ সমাবেশে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, সাগর-রুনির হত্যাকা-ের পর পাঁচ বছর পেরিয়ে গেছে। আমরা আর সময় দিতে পারব না। তাই যত দ্রুত সম্ভব এ হত্যাকা-ের বিচার করতে হবে। তা না হলে দেশব্যাপী সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ করে দুর্বার আন্দোলন শুরু করা হবে। সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশ নিতে তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন অংশের সঙ্গে বৈঠক করার ঘোষণা দেন। তিনি বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যের ডাক উঠেছে। সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচারের দাবিতে যুগপৎ আন্দোলনের ঘোষণার দাবি উঠেছে। সবাই মিলে ঐক্যবদ্ধ আন্দোলন করলে সফল হওয়া যাবে বলে আশা রাখি। আগামী ২২ ফেব্রুয়ারি ডিআরইউ নেতারা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দুই অংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুই অংশের নেতাদের সঙ্গে বৈঠক করে আন্দোলনের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে তিনি জানান। ওই দিন বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে সব সাংবাদিককে উপস্থিত হওয়ার আহ্বান জানান ডিআরইউ সভাপতি। প্রতিবাদ সমাবেশে সাগর-রুনি হত্যাকা- মামলার বাদী ও রুনির ভাই নওশের রোমান বলেন, প্রথম দিকে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে অনেকেই সোচ্চার ছিলেন। এখন পাঁচ বছরে বিচার প্রক্রিয়া যেন অনেকটাই ধাপাচাপা পড়ে গেছে। তাই বিচারের আশা আমরা অনেকটাই ছেড়ে দিয়েছি। সাংবাদিকরা নিজেদের লেখনীর মাধ্যমে এ হত্যার বিচার যেন দ্রুত হয় সেটি নিশ্চিতে দায়িত্ব পালন করুন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের মহাসচিব ওমর ফারুক বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে সাংবাদিকদের অধিকার আদায় হবে। তিনি বলেন, পাঁচ বছর হলেও এখনও সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদনই জমা দেয়া হয়নি। প্রতিদিন দেশে সাংবাদিক নির্যাতন হচ্ছে। ওই সব ঘটনার কোন সুষ্ঠু তদন্তসাপেক্ষে বিচার হচ্ছে না। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি শাবান মাহমুদ বলেন, সারাদেশে সাংবাদিক নির্যাতনের পর আমরা চুপ থাকতে পারি না। আসুন সবাই ঐক্যবদ্ধ হই। সব মত-পথ ভুলে দুর্বার আন্দোলন গড়ে তুলি। ডিইউজের একাংশের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, সাংবাদিক হত্যার ঘটনার বিচার না হওয়ায় সরকারের যেমন দায় আছে, তেমনি সাংবাদিকদেরও দায় কম নয়। কারণ বড় কর্মসূচী দিলে অনেক সাংবাদিক অংশ নেন না।ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মুরসালিন নোমানীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেনÑ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাবেক সভাপতি শওকত মাহমুদ, রুহুল আমীন গাজী, সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ প্রমুখ।
×