ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মাগুরায় বৃদ্ধ শিশু বায়েজিদ আবার অসুস্থ

প্রকাশিত: ০৬:১০, ১১ ফেব্রুয়ারি ২০১৭

মাগুরায় বৃদ্ধ শিশু বায়েজিদ আবার অসুস্থ

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১০ ফ্রেবুয়ারি ॥ মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামে এক বিরল রোগে আক্রান্ত শিশু বায়েজিদ মাত্র ৫ বছর বয়সে দেখতে ৮০ বছর বয়সের বৃদ্ধের মতো। মায়ের গর্ভে থাকা অবস্থায়ই এ বিরল রোগে আক্রান্ত হয়েছিল শিশুটি। তাকে নিয়ে জনকণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ২০১৬ সালে ঢাকায় নিয়ে চিকিৎসায় সে সুস্থ ছিল। বর্তমানে সে আবার অসুস্থ হয়ে হয়েছে প্রসাবে সমস্যা দেখা দিয়েছে। চামড়া ঝুলে যাওয়ায় প্রসাব আটকে যাচ্ছে। ফলে যন্ত্রনা হচ্ছে। সঙ্গে রয়েছে নানা শারীরিক সমস্যা। জানা গেছে, জেলার মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামের দরিদ্র কৃষক পরিবারের সন্তান লাভলু শিকদার ও স্ত্রী তৃপ্তী খাতুনের একমাত্র সন্তান বায়েজিদ বিকৃত চেহারা নিয়ে ভূমিষ্ঠ হলে সবাই তাকে দেখে ভয় পেত। তবে সন্তানের মায়ায় পিতা মাতা বায়েজিদকে পরম আদরে লালন পালন করতে থাকেন। পিতা রাজমিস্ত্রি লাভলু শিকদার অর্থ অভাবে একমাত্র সন্তান বায়েজিদকে বড় কোন হাসপাতালে বা চিকিৎসকের কাছে নিতে পারেননি। ৫ বছরের বায়েজিদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চেহারায় বৃদ্ধ মানুষের ছাপ ক্রমেই আরও বেশি ফুটে উঠছে। ৮০ বছরের বৃদ্ধের মতো মুখ পেটসহ শরীরের চামড়া ঝুলে যাচ্ছে। চেহারায় শিশুর কোন ছাপ নেই।
×