ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের ওপর নৃশংসতার সমালোচনায় পোপ

প্রকাশিত: ০৮:৪৭, ৯ ফেব্রুয়ারি ২০১৭

রোহিঙ্গাদের ওপর নৃশংসতার সমালোচনায় পোপ

জনকণ্ঠ ডেস্ক ॥ মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর নৃশংসতার কঠোর সমালোচনা করেছেন পোপ ফ্রান্সিস। তিনি বলেন, দেশটিতে তাদের হত্যা ও নির্যাতনের কারণ তারা তাদের সংস্কৃতি ও বিশ্বাস নিয়ে বাঁচতে চায়। খবর ওয়েবসাইটের। গত সপ্তাহে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ হওয়ার পর পোপ ফ্রান্সিস বুধবার জনসম্মুখে সাপ্তাহিক ভাষণে এই মন্তব্য করলেন। জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তরাঞ্চলে নিরাপত্তা বাহিনী গণহারে হত্যা করেছে। পাশাপাশি তারা নারী ও মেয়ে শিশুদের গণধর্ষণ করেছে এবং গ্রাম জ্বালিয়ে দিয়েছে। পোপ বলেন, ‘তারা বছরের পর বছর ধরে নির্যাতনের শিকার হচ্ছে। তাদের মিয়ানমার থেকে বের করে দেয়া হয়েছে। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়াচ্ছে, কারণ কেউ তাদের চায় না। কিন্তু তারা ভাল, শান্তিপ্রিয় মানুষ। তারা খ্রীস্টান নয়। তারা ভাল মানুষ। তারা আমাদের ভাইবোন।’
×