ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

আইসিটি ক্যারিয়ার ক্যাম্প

প্রকাশিত: ০৪:৪০, ৮ ফেব্রুয়ারি ২০১৭

আইসিটি ক্যারিয়ার ক্যাম্প

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৭ ফেব্রুয়ারি ॥ মাগুরায় আইসিটি ক্যারিয়ার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী আছাদুজ্জ্ামান মিলনায়তনে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকালে ক্যাম্পের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খন্দকার আজিম আহমেদ। জেলার বিভিন্ন কলেজের ৪শ’ শিক্ষার্থী ক্যাম্পে অংশ নেন। ২০২১ সালের মধ্যে ২০ লাখ প্রফেশনাল আইটি তৈরি এবং এখাতে বছরে ৫ বিলিয়ন মার্কিন ডলার উপার্জনের লক্ষ্য বাস্তবায়নের জন্য এ ক্যাম্পের আয়োজন করা হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে আইসিটি ডিভিশন এর আয়োজন করে। ডিজিটাল মেলা নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৭ ফেব্রুয়ারি ॥ জনগণের দোরগোড়ায় সেবাÑ এ প্রতিপাদ্য সামনে রেখে মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রসাশকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। সেটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে আয়োজিত মেলায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ এবং জেলা প্রশাসক আব্দুল আওয়াল।
×