ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পাথরঘাটায় ২০ মণ জাটকা জব্দ

প্রকাশিত: ০৫:৪৫, ৪ ফেব্রুয়ারি ২০১৭

পাথরঘাটায় ২০ মণ জাটকা জব্দ

সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ৩ ফেব্রুয়ারি ॥ পাথরঘাটার সর্বদক্ষিণে বিষখালী ও বঙ্গোপসাগরের মোহনা থেকে ২০ মণ জাটকা জব্দ করেছে পাথরঘাটা কোস্টগার্ড। বৃহস্পতিবার রাত ৩টার দিকে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. হাসানুর রহমান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পাথরঘাটা থেকে দক্ষিণে বিষখালী নদী ও বঙ্গোপসাগরের মোহনায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেশ কয়েকটি ট্রলারে তল্লাশি করে ২০ মণ জাটকা জব্দ করা হয়। নারায়ণগঞ্জ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ থেকে জানান, ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর মোহনায় যাত্রীবাহী তিনটি লঞ্চে তল্লাশি চালিয়ে ২০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড পাগলা স্টেশনের সদস্যরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় ‘এমভি ফারহান-৪’, ‘এমভি শরীয়তপুর-৩’ ও ‘এমভি জামাল-৯’ যাত্রীবাহী লঞ্চ তিনটি হতে মালিকবিহীন অবস্থায় ২০০ কেজি অবৈধ জাটকা আটক করে। উদ্ধারকৃত জাটকার মূল্য ৬০ হাজার টাকা।
×