ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

শেরপুরে কলেজ অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশিত: ০৫:৪৫, ৪ ফেব্রুয়ারি ২০১৭

শেরপুরে কলেজ  অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৩ ফেব্রুয়ারি ॥ শেরপুর শহরের কসবা মোল্লাপাড়া এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য ও মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল কলেজের অধ্যক্ষ গোলাম হাসান সুজন। হুইপ আতিকের সাথে জেলা আওয়ামী লীগ অফিসে সভা করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে তার ওপর ওই হামলার ঘটনা ঘটে। দ্রুত তাকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ওই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে শেরপুর-ঢাকা মহাসড়কের কানাসাখোলা এলাকায় কলেজ শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিকেলে জেলা আওয়ামী লীগের এক জরুরী সভায় ওই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল ওই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, জেলা পরিষদ নির্বাচনের জেরে তার ওপর ওই হামলার ঘটনা ঘটানো হয়েছে।
×