ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিন শ’ কোটি বছরের পুরনো মহাদেশ...

প্রকাশিত: ০৫:২৯, ৪ ফেব্রুয়ারি ২০১৭

তিন শ’ কোটি বছরের  পুরনো মহাদেশ...

সাতটি নয়, আটটি মহাদেশের অস্তিত্ব নিয়ে বর্তমানে মাথা ঘামাচ্ছেন গবেষকরা। ধারণা করা হচ্ছে, ভারত মহাসাগরের গভীরেই ছিল সেই হারিয়ে যাওয়া মহাদেশটি। প্রায় তিন শ’ কোটি বছর আগে এ মহাদেশের অস্তিত্ব ছিল মরিশাসের কাছে সমুদ্রের গভীরে। তবে এ বিলুপ্ত মহাদেশের অবশিষ্টাংশ থেকে গিয়েছে গন্ডোয়ানা অতি মহাদেশে। মরিশাসের এ এলাকায় পাওয়া গিয়েছে গোমেদ পাথরের কণা। সেগুলো দেখে গবেষকরা মনে করছেন, পৃথিবী তৈরি হওয়ার কিছু পরই এর উৎপত্তি হয়েছিল। এ কণাগুলো এত পুরনো যে দেখে বোঝা যায়, এর থেকেও পুরনো কণাগুলো রয়েছে মরিশাসের নিচে। আর এই পাথুরে কণাগুলো শুধু কোন মহাদেশেরই হতে পারে। এটিই মনে করছেন যোহানস বার্গের গবেষক লিউইস এ্যাশওয়াল। মধ্য সমুদ্রের ঢালে অগ্ন্যুৎপাতের কণা থেকে তৈরি হয়েছিল এ দ্বীপটি। গবেষকরা জানিয়েছেন, দুইশ’ বছর আগে যখন গন্ডয়ানা ভাগ হয়ে যায় তখনই এ দ্বীপ মহাদেশ হারিয়ে যেতে থাকে। সূত্র: জিনিউজ
×