ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে কয়লা বিদ্যুত প্রকল্পে ফের হামলা ॥ আহত ১৭

প্রকাশিত: ০৫:১০, ২ ফেব্রুয়ারি ২০১৭

বাঁশখালীতে কয়লা বিদ্যুত প্রকল্পে ফের হামলা ॥ আহত ১৭

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১ ফেব্রুয়ারি ॥ গ-ামারায় বেসরকারী পর্যায়ে বৃহত্তম দুটি তাপবিদ্যুত কেন্দ্র নির্মাণের ঘটনায় আবারও হামলা চালিয়েছে প্রকল্পবিরোধী একটি চক্র। এতে আহত হয়েছে ১৭ জন। তন্মধ্যে গুরুতর ২ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ শিল্প উদ্যোক্তা চট্টগ্রামের এস আলম গ্রুপ ও চীনের দুটি বেসরকারী প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে প্রায় ২৬ হাজার কোটি টাকা ব্যয়ে ১৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছে। ২০১৫ সালের ৪ এপ্রিল এ প্রকল্পে প্রকল্পবিরোধীদের নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় নেতৃত্ব দেন এলাকার বিএনপি নেতা লিয়াকত। পরবর্তীতে বিষয়টি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং নির্মাণ কাজ শুরু হয়। বুধবার প্রকল্প উদ্যোক্তাদের পক্ষে উন্নয়ন নিয়ে একটি সমাবেশের আয়োজন করা হয়। এতে বিভিন্ন পর্যায়ের শ্রেণী পেশার ব্যক্তিদের পরিদর্শনে নেয়া হয়। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই প্রকল্পবিরোধীদের একটি অংশ হামলা চালায়। ঘটনা নিয়ে বাঁশখালীর ওসি আলমগীর হোসেন জানান, স্বল্পসংখ্যক সন্ত্রাসীদের একটি গ্রুপ হামলার ঘটনায় জড়িত। পুলিশ খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান। বেলা ১টার দিকে বিএনপি নেতা লিয়াকত বাহিনীর লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানানো হয়েছে। উল্লেখ্য, বিএনপি নেতা লিয়াকত চারটি হত্যা মামলার আসামি। তিনি এ সভাস্থলে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তেজনাকর অবস্থায় চলে যায়।
×